রোহিতের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়া থেকে এখনও তিনশোর বেশি রানে পিছিয়ে হারের ভ্রুকুটি ভারতের
চতুর্থ দিনের খেলা শেষে সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে চালকের আসনে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে টিম পেইনের দল দ্বিতীয় ইনিংস ছাড়ে, ফলে ম্যাচ জিততে দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট ৪০৭। পাহাড় প্রমাণ এই রান তাড়া করতে নেমে দিনের শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবার্ডে ৯৮ রান তুলে লড়াই চালাচ্ছে ভারত। রাহানের দল এখনও ৩০৯ রানে পিছিয়ে। পঞ্চম দিন ৮ উইকেটের পুঁজি নিয়ে ভারত ৯০ ওভারের বেশি সময় ব্যাট করে ম্যাচ ড্র করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

রোহিতের হাফ সেঞ্চুরি
৪০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিত-শুভমানের প্রথম উইকেটে ৭১ রানের পার্টনারশিপ। এটাই সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় কোনও ওপেনিং জুটির সর্বোচ্চ পার্টনারশিপ। রোহিত এদিন ৯৮ বলে ৫২ রান হাঁকিয়ে আউট হন। অর্ধশতরান পূর্ণ করেই কামিন্সের বলে বাউন্ডারির সামনে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকানো শুভমান দ্বিতীয় ইনিংসে ৩১ রান করে আউট হন। অজিদের হয়ে কামিন্স ও হ্যাজেলউড ১টি করে উইকেট পান।

ওপেনার হিসেবে বিদেশের মাটিতে রোহিতের প্রথম হাফ সেঞ্চুরি
এটাই বিদেশের মাটিতে ওপেনার রোহিতের প্রথম অর্ধশতরান। এর আগে কলম্বোর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৯, অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭২ রান, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৩, সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৩ রান হাঁকান। কিন্তু ওপেনার হিসেবে বিদেশের মাটিতে হাফ সেঞ্চুরি ছিল না। এদিন সিডনিতে ৫২ হাঁকিয়ে সেই তালিকা পূর্ণ করলেন।

রাহানে-পূজারার ব্যাটে তাকিয়ে ভারত
পঞ্চম দিন ৮ উইকেটে পুঁজি নিয়ে ভারতকে ৩০৯ রান তাড়া করতে হবে। শেষ দিনে ম্যাচ বাঁচিয়ে মহারণ ড্র করাই এখন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। সেখানে দাঁড়িয়ে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের দিকে তাকিয়ে ভারত। রাহানে ৪ ও পূজারা ৯ রানে ব্যাটিং করছেন।

বোলিং ঘাটতিতে ডুবল ভারত
প্রসঙ্গত প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় স্টার্কের বাউন্সারে আঘাতে বাঁ-হাতে বুড়ো আঙুলের হাড় ভাঙায় জাদেজাকে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে পায়নি ভারত। এক বোলার কম নিয়ে খেলতে হওয়ার প্রভাবও পড়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং দাগ কাটতে ব্যর্থ। স্মিথ ৮১, ক্যামেরন গ্রিন ৮৪, মার্নাস লাবুশেন ৭৩, ও টিম পেইনের ৩৯ রানে ভর করে অজিরা দ্বিতীয় ইনিংসে ৩১২ রান তুলে ডিক্লেয়ার করে।