ইসলামাবাদ: যে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের বীজ বপন করার অভিযোগ উঠে এসেছে বারবার, আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে যে দেশের, তারাই এবার দাবি করছে যে ভারত নাকি সমর্থন করছে আইএস জঙ্গিদের।
রবিবার ডিজিটাল মিডিয়ার পাবলিশার ও ব্রডকাস্টারদের মুখোমুখি হয়ে এমন দাবি করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিন তিনি বলেন, বালোচিস্তানের দিকে এতদিন পর্যন্ত পাকিস্তানের কোনও সরকার নজর দেয়নি।কয়েকদিন আগেই মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লাকভিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত৷ লস্কর-ই-তইবার কমান্ডার ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী জাকিউর রহমান লাকভিকে গ্রেফতার করেছিল পাকিস্তান৷ পঞ্চাব প্রদেশের সন্ত্রাস দমন বিভাগের হাতে গ্রেফতার হয় লাকভি৷ তার বিরুদ্ধে লাহোর থানায় মামলা রুজু করা হয়েছে৷
ছয় বছর জেলে থাকার পর ২০১৫ সালে জামিনে ছাড়া পায় লস্কর কমান্ডার৷ ২০০৮ সালে তাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’র তকমা দেয় রাষ্ট্রপুঞ্জ৷ আল-কায়েদা এবং লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ডিসপেন্সারির আড়ালে অর্থ সংগ্রহ করে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ রয়েছে জাকিউর রহমান লাকভির বিরুদ্ধে। এই ডিসপেন্সরি থেকে প্রাপ্ত অর্থ ব্যক্তিগত খরচেও ব্যবহার করার অভিযোগ রয়েছে৷
কয়েক দিন আগেই লাকভিকে দেড় লক্ষ পাকিস্তানি মুদ্রা মাসিক সহায়তার অনুমতি দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ৷ তাকে আর্থিক সহায়তা দানের জন্য নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটির কাছে আবেদন জানিয়েছিল ইমরান খানের সরকার৷ বলা হয়েছিল, এই টাকা তারা ওধুধপত্র, খাবার, পরিবহণ ও আইনজীবীর খরচ চালানোর জন্য দেওয়া হবে৷ লাকভির হয়ে পাকিস্তানের এই সালিশির তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত৷ লাকভির হয়ে পাক সরকার ‘পকেট মানি’ চাইছে বলেও খোঁচা দিয়েছিল ইসলামাবাদকে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.