স্টাফ রিপোর্টার, নন্দীগ্রাম: ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। বিশেষ করে শুভেন্দুর দলবদলের পর থেকেই নতুন করে উত্তেজনার পারদ চড়ছে নন্দীগ্রামে। শনিবারের পর ফের রবিবার! ভোটের আবহে এবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হোসেনপুরের এক যুবকের ব্যাগ থেকে ২ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের জামার মধ্যে বিজেপির স্টিকার লাগানো ব্যাচ রয়েছে। এদিন সকাল ১০ টা নাগাদ ওই যুবককে হোসেনপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর গ্রামবাসীরা তার পরিচয় জানতে চাইলে সে কোনও সদুত্তর দিতে পারেনি। ফলে তাকে ঘিরে ধরেন গ্রামবাসীরা।

পরে তার কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে দেখা যায় ব্যাগটির মধ্যে ২ টি তাজা বোমা রয়েছে।এদিকে সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের হোসেনপুর এলাকা। খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ এসে বোম দুটি উদ্ধার করে নিয়ে যায় এবং ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন পুলিশ।

ফাইল ছবি। ঘটনার সঙ্গে কোনও যোগ নেই।

তবে কি উদ্দেশ্যে বোমা নিয়ে ওই সন্দেহভাজন ব্যক্তি হোসেনপুর এলাকায় ঢুকে ছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।