সোহমের 'বিজয়ের মিছিল'এর পাল্টা দিলীপের 'চাঁদ আর বাঁদরের তুলনা' মন্তব্য! তুঙ্গে পারদ
গতকাল যে রাস্তা দিয়ে পূর্ব বর্ধমানের বুকে বিজেপি প্রধান জেপি নাড্ডার ব়্যালি হয়েছে, ২৪ ঘণ্টা পার না হতেই সেই এসাকা দিয়ে বিপুল জনসমাগমের সঙ্গে তৃণমূলের সোহম চক্রবর্তীর রোড শো হয়। আর এদিন এই রোড শো নিয়ে মন্তব্য করতে গিয়ে পর পর মন্তব্য করেন বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ

সোহমের বার্তা 'বিজয়ের মিছিল'
বর্ধমানের বুকে তৃণণূলের বিপুল জনসমাগমের মাঝে হুড খোলা গাড়িতে সোমহম চক্রবর্তীর রোড শো এদিন কার্যত তৃণমূলের তরফে বিজেপির প্রতি 'জবাব' ছিল। আর সেই রোড শোতে উপস্থিত হয়ে সোহম বলেন,' এটা বিজয়ের মিছিল। ২০২১ ও শুধু ভোটের দামাম নয়, ওটা বিজয়ের মিছিল হিসাবে পালন করা হচ্ছে ।'

সোহম 'বিজয়ের মানে বোঝেন'?
এদিকে, এমন এক পরিস্থিতিতে নাড্ডার মিছিলের পাল্টা হিসাবে তুলে ধরা ওই মিছিল নিয়ে দিলীপ ঘোষ 'তুলনা' টানাকে নিয়ে খুব একটা পাত্তা দেননি। তিনি বলেন, ' যে লোকটা বিধানসভা নির্বাচনে নিজে হেরে গিয়েছে। সে আবার বিজয় কী হবে! লোক প্রত্যাখ্যান করেছে। বিজয়ের মানে বোঝেন? আর কোথায় কার সঙ্গে তুলনা হচ্ছে! '

'নেতাজির সঙ্গে পেঁয়াজির তুলনা'
এরপরই আক্রমণ শানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'আর কার সঙ্গে কার তুলনা হচ্ছে। কোথায় চাঁদ আর কোথায় বাঁদরের তুলনা। সাইকেল আর মাইকেলের তুলনা, নেতজির সঙ্গে পেঁয়াজির তুলনা হচ্ছে।'

'সম্মানজনক নেতাকে পাঠাতে পারেনি..'
তিনি বলেন, বিজেপির সামনে তৃণমূলের নেতারা পড়তে চাইছেন না। তাই সম্মানজনক নেতাকে (নাড্ডার ব়্যালির পাল্টা তৃণমূলের মিছিলে) পাঠাতে পারেনি তৃণমূল। সেরকমই মিছিল হয়েছে। দিলীপ ঘোষ বলেন 'আমি চা খেতে গেলে এর চেয়ে বেশি লোক হয়।' তিনি বলেন, লোকস হাসানোর মতো রোড শো করেছে তৃণমূল, দিলীপ ঘোষের খোঁচা, সোহমকে 'জোকার প্রতিপণ্য করা হয়েছে'।
শোভন-বৈশাখীকে নিয়ে সন্দেহ এখনও দূর হল না বিজেপির, আশঙ্কা থেকেই নয়া সিদ্ধান্ত