হায়দরাবাদঃ ক্রমেই ভারতে বাড়ছে সাইবার ক্রাইমের হার। যা নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও বিষয়টি ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ নাগরিকদের মধ্যে। তবে এবারে জানা গিয়েছে এই সাইবার ক্রামের দায়ে হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার হল ৫ আফ্রিকান নাগরিক। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে অভিযুক্তরা প্রতারণা করে প্রায় ৫ লক্ষ টাকা চুরি করেছিল।

জানা গিয়েছে ওই ৫ নাগরিকদের দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। অনলাইনে ফাদ পেতে তারা এই টাকা চুরি করেছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ওই ৫ জনকে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে হায়দরাবাদে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত। পুলিশের তরফে জানা গিয়েছে মূল অভিযুক্ত নিজের এক ভুয়ো প্রোফাইল তৈরি করে হায়দরাবাদের এক ব্যক্তিকে ৫ লক্ষ টাকার প্রতারণা করেছিল। আর তারপরেই ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।

এর আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক এই ধরনের সাইবার অপরাধীদের গ্রেফতার করা হয়েছিল। এমনকি সাধারণকে সতর্ক করা হয়েছিল। লোভনীয় অফার বা আকর্ষণীয় সুবিধা যুক্ত কোন প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে যাতে সাধারণ মানুষজন একটু সতর্ক হন সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। এও জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি তিনটে আলাদা অপরাধে অভিযুক্ত। সেই কারণেই পুলিশের তরফে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।