সিডনির গ্যালারিতে টানা দ্বিতীয় দিন বর্ণবিদ্বেষের অভিযোগ, ভারতের কাছে ক্ষমা চাইল অস্ট্রেলিয়া
শনিবারের পর ফের রবিবার, সিডনিতে টানা দ্বিতীয় দিন, গ্যালারি থেকে বর্ণবিদ্বেষ কটূক্তির শিকার ভারতীয় ক্রিকেটার। শনিবার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে গ্যালারি থেকে কটূক্তি ও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। সেই ঘটনা নিয়ে ইতিমধ্য়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সিডনি টেস্টের ম্যাচ অফিশিয়ালদের জানানোর পাশাপাশি আইসিসিকেও এই নিয়ে বিসিসিআই লিখিত চিঠি দিয়েছে। এবার রবিবার অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের চা পান বিরতিতে যাওয়ার সময় গ্যালারি থেকে সিরাজকে ফের ফ্যানেরা বর্ণবৈষম্যমূলক কিছু বলেন বলে অভিযোগ।

গ্যালারি থেকে ৬ জনকে বার করে দেয় পুলিশ
ঘটনার পর পুলিশ গ্যালারি থেকে ছয় জনকে মাঠের বাইরে বের করে দেয়। টানা দুদিন এমন ঘটনা ঘটায় ক্রিকেট দুনিয়া সরব। যে কোনও ক্ষেত্রেই বর্ণের ভেদাভেদ মেনে নেওয়া যায় না। ক্রিকেট মাঠে বর্ণের ভেদাভেদ দূর করতে অনেক লড়াই হয়েছে। সেই ক্রিকেটেই ফের বর্ণ বিভাজনের অভিযোগে ভারত-অস্ট্রেলিয়ান ও অন্য দেশের প্রাক্তনীরা সরব।

ভারতের কাছে ক্ষমা চাইল অস্ট্রেলিয়া
এবার পরিস্থিতির চাপে পরে, আসরে ক্রিকেট অস্ট্রেলিয়া। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটাররা সিডনিতে বর্ণবৈষম্যের শিকার হওয়ার ঘটনার ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

কী জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'বর্ণবৈষম্যের সঙ্গে কোনভাবেই আপোস নয়। গ্যালারিতে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের কঠোর শাস্তি হবেই। ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের দুই ক্রিকেটারের কাছে ক্ষমাপ্রার্থী। '

ফ্লয়েড হত্যাকাণ্ডে গত বছর বর্ণবৈষম্য নিয়ে সরব হয়েছিল গোটা দুনিয়া
প্রসঙ্গত ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে, শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পর বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে স্লোগান ওঠে। খেলার দুনিয়াতেও তার প্রভাব পড়েছিল। ফুটবলে মেসি থেকে ক্রিকেটে হার্দিক পান্ডিয় হাঁটু মুড়ে বর্ণবৈষম্যের বিরোধীতা করেছিলেন।
ক্রিকেট মাঠ থেকে আজীবন নির্বাসিত করা উচিত! বর্ণবৈষম্য নিয়ে মুখ মুখলেন অজি প্রাক্তনী