বেকায়দায় ইসলামাবাদ! ভারতের বালাকোট অভিযান নিয়ে বড়সড় স্বীকারোক্তি প্রাক্তন পাক কূটনীতিকের
২০১৯ সালের ভারতের বালাকোট অভিযান ঘিরে এতদিন একাধিক বিতর্ক অব্যাহত ছিল আন্তর্জাতিক মহলে। ওই অভিযানেই ভারতের তরফে ৩০০ পাক জঙ্গি নিকেশের কথা জানানো হলেও তা কার্যত এতদিন অস্বীকার করে আসছিল পাকিস্তান। অবশেষে নিজেরই চালে বেকায়দায় পড়ল ইসলামাবাদ।

বালাকোট হামলার কথা স্বীকার পাক কূটনীতিকের
সূত্রের খবর, ওই অভিযানে অন্ততপক্ষে ৩০০ জন পাক জঙ্গি মারা গিয়েছে বলে প্রকাশ্যে স্বীকার করলেন সেদেশের প্রাক্তন এক কূটনীতিবিদ। ফলস্বরূপ ২০১৯ সালে বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযান ঘিরে পাকিস্তানের মিথ্যে তত্ত্ব ফের প্রকট হয়ে পড়ল বিশ্বের সামনে। বিড়ম্বনা বাড়ল ইমরান সরকারের।

সরগরম আন্তর্জাতিক কূটনৈতিক মহল
এদিকে পাক আমলা আঘা হিলালির স্বীকারোক্তির পর ফের সরগরম আন্তর্জাতিক কূটনৈতিক মহল। সম্প্রতি একটি পাক চ্যানেলে চলা বিতর্কসভায় বক্তব্য রাখতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার অভিযানে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৩০০ জন জঙ্গি মারা যাওয়ার কথা স্বীকার করে নেন। যদিও এই অভিযানকে তিনি ভারতের তরফে হওয়া 'অ্যাক্ট অফ ওয়ার' বলেও তোপ দাগেন বলে জানা যায়।

ভারতের প্রত্যাঘাতের কথা এতদিন উড়িয়ে দিচ্ছিল ইসলামাবাদ
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বালাকোট হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়ে ছিলেন বিজেপির নেতা মন্ত্রীরা। ভারতীয় জওয়ানদের বীরগাথাকে হাতিয়ার করেও চলেছিল ভোট প্রচার। যদিও ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতের প্রত্যাঘাতের কথা এতদিন কার্যত উড়িয়ে দিয়ে আসছিল পাকিস্তান। কিন্তু বর্তমানে প্রায় দুবছর পর ভারতের দাবিকেই মান্যতা দিলেন পাকিস্তানের প্রাক্তন কূটনীতিক।

ফের মুখ পুড়ল পাকিস্তানের
এদিকে হিলালির মন্তব্যে স্বভাবতই আবারও মুখ পুড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। কারণ প্রথম থেকেই তাঁর সরকার দাবি করে আসছিল, পাকিস্তান খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ভারতীয় বায়ুসেনার সেই হামলায় কেউ হতাহত হননি। নগণ্য কিছু ক্ষতি হয়েছে মাত্র। কিন্তু ইসলামাবাদের এই দাবি যে সর্বৈব ভাবে মিথ্যা তা আবারও প্রমাণিত হয়ে গেল। এদিকে দীর্ঘদিন থেকে জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক দেশ। এমতবস্থায় এই তথ্য সামনে আসার পর ইমরান সরকার যে আরও কিছুটা কোনঠাসা হবে তা বলাই বাহুল্য।
'কে কার হাত ভাঙে দেখি'! কল্যাণের এলাকায় পা রাখা নিয়ে অর্জুন দিলেন পাল্টা তোপ