৩১২ রান তুলে ইনিংস ছাড়ল অস্ট্রেলিয়া, সিডনিতে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত, রাহানেদের টার্গেট কত
সিডনি টেস্টে ব্যকফুট ভারত। শনিবার রবীন্দ্র জাদেজার চোটের পর এক বোলার কম নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলেছে ভারতীয় দল। বাকি চার বোলার অবশ্য অজি ব্যাটিংয়ে বড়সড় আঘাত হানতে পারেনি। যার ফলে, ৬ উইকেট হারিয়ে ৩১২ রান হাঁকিয়ে ইনিংস ছাড়ল অস্ট্রেলিয়া।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে লিড ৪০৬ রানের। সিডনিতে ম্যাচ জিততে ভারতের কঠিন টার্গেট ৪০৭। ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন খেলে চা পানের বিরতিতে ইনিংস ছাড়ে অস্ট্রেলিয়া। ফলে চতুর্থ দিনে ১টি ও পঞ্চম দিনের তিন সেশন ব্যাটিং করে ভারত সিডনি টেস্টে ড্র করে ম্যাচ বাঁচাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

অস্ট্রেলিয়ার হয়ে, প্রথম ইনিংসে শতরান হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও শতরানের পথে এগিয়ে ছিলেন স্মিথ। অজি ব্যাটসম্যান শেষ পর্যন্ত যদিও ৮১ রানে আউট হন। লাবুশেন ৭৩ হাঁকিয়ে আউট হয়েছেন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ব্যাটে দ্বিতীয় ইনিংসে রানের পাহাড়ে পৌঁছয় অস্ট্রেলিয়া। তরুণ অলরাউন্ডার ৮৪ রান হাঁকিয়ে বুমরাহের শিকার হয়ে সাজঘরে ফেরেন। টেস্টে এটাই তাঁর সর্বোচ্চ রান। অধিনায়ক পেইনের সংগ্রহ ৩৯। ফলে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের পাহাড়ে পৌঁছে ইনিংস ছাড়ে।
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে নভদীপ সাইনি ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে ও সিরাজ-বুমরাহ ১টি করে উইকেট নিয়েছেন। অশ্বিন-বুমরাহরা নিয়মিত উইকেট না পাওয়ার কারণেই, ব্যাটে জাঁকিয়ে বসে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিল অস্ট্রেলিয়া।
৪০৭ রানের টার্গেটের তাড়া করতে নেমে, রোহিত-রাহানেদের ব্যাটে ভারত ম্যাচ ড্র করে সিরিজের স্কোরলাইন ১-১ রাখতে পারে নাকি অজিরা ২-১ লিড নেয়, সেটাই এখন দেখার।