চোট গুরুতর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে আর মাঠে নামতে পারবেন কি জাদেজা?
চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের জন্য আরও এক দুঃসংবাদ। ঋষভ পন্থের পর সিডনি টেস্টে হাতে চোট পাওয়া অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাও চলতি ম্যাচে আর মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। চোটের স্থানে স্ক্যান করা হয়েছে। রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে অজিঙ্ক রাহানে শিবির।

সিডনি টেস্টে ব্যাট করার সময় জোশ হ্যাজেলউডের বল হাতে লাগে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের জার্সিতে দস্তানা হাতে আর দেখা যায়নি তরুণ ক্রিকেটারকে। পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ঋদ্ধিমান সাহা। একই ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান রবীন্দ্র জাদেজা।
ব্যাটিং বিপর্যয়ের পর ৯ উইকেট হারানো ভারতীয় ক্রিকেট দলের দুর্গ একাই সামলাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময় অস্ট্রেলিয় ফাস্ট বোলার মিচেল স্টার্কের শর্ট বল অল-রাউন্ডারের বুড়ো আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে এসে সুশ্রুষা চালান টিম ইন্ডিয়ার ফিজিও। সেই অবস্থায় আরও কয়েক বল খেলেন জাড্ডু। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস ২৪৪-এ শেষ হলে ২৮ রান করে অপরাজিত থাকেন জাদেজা।
যদিও দ্বিতীয় ইনিংসে জাড্ডুকে ফিল্ডিংয়ে নামতে দেখা যায়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জনানো হয়েছে যে অল-রাউন্ডারের চোট গুরুতর। তাঁর আঙুলের স্ক্যান করা হয়েছে। অন্যদিকে জাদেজা মাঠে না থাকায় একজন বিশেষজ্ঞ স্পিনারের অভাব অনুভব করছে ভারত। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১৯৭ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। পিচে জাঁকিয়ে বসেছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। এই অবস্থায় জাদেজা মাঠে নামতে না পারলে, তাঁর অভাব অনুভূত হবে টিম ইন্ডিয়া শিবিরে।