ভারতের বাজারে মোবাইল ব্র্যান্ডের ক্ষেত্রে নোকিয়া, স্যামসং এর পরেই আরও একটি নাম যথেষ্ট জনপ্রিয় আর টা হল redmi. ইতিমধ্যে তাদের তরফে ভারতের বাজারে আনা হয়েছে ফোন এবং অন্যান্য গ্যাজেট। যা সুবিধা দিয়ে থাকে সাধারণ গ্রাহকদের। তবে এবারে জানা গিয়েছে ভারতের বাজারে আসতে চলেছে redmi note 10 pro।

redmi note 10 pro 5g ইতিমধ্যে ভারতের bureau of indian standards ( bis) certificate পেয়েছে। আর তার ভিত্তিতেই মনে করা হচ্ছে ভারতের বাজারে দ্রুত আসতে চলেছে এই ফোন। তবে কবে নাগাদ এই ফোন লঞ্চ করা হবে তা এখনো জানা যায়নি। ভারতের মোবাইলের বাজারে খুব অল্প সময়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে redmi. তাদের তরফে লঞ্চ হয়েছে বিভিন্ন সিরিজের একাধিক ফোন। তবে মনে করা হচ্ছে ৫জি প্রযুক্তি যুক্ত এই ফোন লঞ্চ হলে গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছে যাবে ৫জি প্রযুক্তি।

জানা গিয়েছে, এই ফোন তিনটে আলাদা স্টোরেজে পাওয়া যাবে। যা ৬ জিবি র‍্যাম +৬৪ জিবি স্টোরেজ , ৬ জিবি র‍্যাম +১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‍্যাম +১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে থাকবে নতুন ফিচার। বিস্তারিত কিছু এখনো পর্যন্ত এই ফোন সম্পর্কে জানা না গেলেও জানা গিয়েছে এই ফোনে থাকবে উন্নত ব্যাটারি পরিষেবা। যা আজকের দিনে একাধিক মোবাইল ক্রেতাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া জানা গিয়েছে এই ফোনে থাকবে qualcomm snapdragon732g soc। সঙ্গে থাকবে উন্নত ক্যামেরার সুবিধাও।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।