চোটে মাঠের বাইরে ঋষভ, সিডনিতে দস্তানা হাতে সাবস্টিটিউট ঋদ্ধিমান
ভারতীয় শিবিরে ফের চোটের কালো ছায়া। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট চলাকালীন চোট পেয়ে মাঠের বাইরে গেলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে দ্বিতীয় ইনিংসে উইকেটের পিছনে দস্তানা হাতে দাাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ঋদ্ধিমান সাহা। এই টেস্টে ঋষভ আর মাঠে ফিরতে পারবেন কিনা, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না।

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৬ রান করে আউট হয়েছেন ঋষভ পন্থ। তাঁর হাতে চোট পান টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ভারতীয় ইনিংসের ৮৫তম ওভার খেলা হচ্ছিল। অস্ট্রেলিয় ফাস্ট বোলর জোশ হ্যাডেলউডকে ফেস করছিলেন ঋষভ। ওই ওভারেই অজি বোলারের বল পন্থের বাঁ-হাতে আঘাত করে। যন্ত্রণায় কাতর হয়ে ওঠেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার। সঙ্গে সঙ্গে মাঠে পৌঁছে যান ভারতীয় ক্রিকেট দলের ফিজিও। সাময়িক সুশ্রুষার পর ফের ব্যাট করতে শুরু করেন ঋষভ। যদিও ওই অবস্থায় পিচে বেশিক্ষণ স্থায়ী হননি তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
দ্বিতীয় ইনিংসে উইকেটরক্ষকের দস্তানা হাতে মাঠে নামেননি ঋষভ পন্থ। পরিবর্তে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে উইকেটের পিছনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। একটি দুর্দান্ত ক্যাচও নেন বাংলার উইকেটরক্ষক। ভারতীয় টিম ম্যনেজমেন্ট সূত্রে খবর, ঋষভের চোট বেশ গুরুতর। তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পরেই সিডনি টেস্টে পন্থের উপস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে টিম ইন্ডিয়া সূত্রে খবর।