• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মুস্তাক আলি ট্রফির প্রথম দিনই নামছে বাংলা, প্রতিপক্ষ কারা? টুর্নামেন্টে কোন কোন তারকার মেলা?

কাল অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই পরিচালিত এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে বাংলা। একই দিনে আর কোন কোন দলকে বাইশ গজের লড়াইয়ে সামিল হতে দেখা যাবে, তা জেনে নেওয়া যাক। ভারতের কোন তারকা ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেবেন, তাও দেখে নেওয়া যাক।

বাংলার প্রতিপক্ষ কারা

বাংলার প্রতিপক্ষ কারা

সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট বি গ্রুপে রয়েছে বাংলা। রবিবার অর্থাৎ ১০ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে অনুষ্টুপ মজুমদারের দল। ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে মোকাবিলায় নামবে বাংলা ক্রিকেট দল। বেলা ১২টা থেকে শুরু হবে ম্যাচ।

অভিযান শুরু অন্য কোন কোন দলের

অভিযান শুরু অন্য কোন কোন দলের

গত মরসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকও রবিবার মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। রবিবার পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রেলওয়েজ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, বরোদা, উত্তরাখণ্ড, অসম এবং হায়দরাবাদকে বাইশ গজে নেমে লড়াই করতে দেখা যাবে।

নক আউট শুরু কবে

নক আউট শুরু কবে

আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ চলবে। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টের নক আউট পর্ব। ২৯ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ৩১ জানুয়ারি আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কোথায় দেখা যাবে খেলা

কোথায় দেখা যাবে খেলা

স্টার স্পোর্টসে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি-হটস্টারে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।

খেলবেন যে যে তারকা

খেলবেন যে যে তারকা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মোট ৩৮টি রাজ্যের ৪১৮ জন ক্রিকেটারকে বাইশ গজে লড়াই করতে দেখা যাবে। তাঁদের মধ্যে সুরেশ রায়না, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, এস শ্রীসন্থ, আম্বাতি রায়ডু, অক্ষর প্যাটেল, ক্রুনাল পান্ডিয়া, ইশান্ত শর্মার উপস্থিতি উল্লেখযোগ্য।

English summary
Mega Syed Mushtaq Ali Trophy will start from Sunday, Bengal will start their journey in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X