হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড! কমপক্ষে ১০ টি শিশুর মৃত্যু
গভীর রাতে হাসপাতালে আগুন (fire) লেগে মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালে (hospital) এসএনসিইউ (sncu) বিভাগে বিধ্বংসী আগুন লেগে কমপক্ষে ১০ টি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের (maharashtra) ভাণ্ডারা জেলার। সূত্রের খবর অনুযায়ী, রাত দুটো নাগাদ এই আগুন লাগে। দুর্ঘটনার সময়ে ওই ওয়ার্ডে ১৭ টি শিশু ছিল। এর মধ্যে থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রথমে নার্সের নজরে আসে
জানা গিয়েছে, রাত দুটো নাগাদ একজন নার্স একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে আধিকারিকদের বিষয়টি জানান। অন্যদিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল সেখানে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।

১০টি শিশুর মৃত্যু, ৭ জনকে উদ্ধার
ভাণ্ডারা জেলা হাসপাতালে সিভিল সার্জন চিকিৎসক প্রমোদ খান্ডেট জানিয়েছেন, ১৭ টি শিশু সেখানে ভর্তি ছিল। । এদের মধ্যে থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১০ জনের মৃত্যু হয়েছে।

শর্টসার্কিটেই আগুন
প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল জানিয়েছে, শর্টসার্কিটের ফলেই এই আগুন লাগে।

হাসপাতালে আগুন লাগার আগেকার ঘটনা
গত কয়েকমাসে হাসপাতালে আগুন লাগার একাধিক ঘটনা ঘটেছে। গত নভেম্বর গুজরাতের রাজকোটের কোভিড হাসপাতালে লাগা আগুনে ১১ জনের মৃত্যু হয়।