• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২১ : নিলামে যাঁদের ছেড়ে নতুন অক্সিজেন আমদানি করতে মরিয়া সিএসকে

২০২০ সালের আইপিএল চেন্নাই সুপার কিংসের কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়েছে। কারণ টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম বার প্লে-অফে পৌঁছতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। ফলে সে ইতিহাস ভুলতে চায় হলুদ ব্রিগেড। ২০২১ সালে নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া সিএসকে। লক্ষ্যে পৌঁছতে তিন বারের আইপিএল চ্যম্পিয়নরা গত মরসুমে হতশ্রী পারফরম্যন্স করা সাত থেকে আট জন ক্রিকেটারকে ছেড়ে দলে নতুন অক্সিজেন আমদানি করতে চলেছে বলে সূত্রের খবর।

কাদের ছাড়তে পারে সিএসকে

কাদের ছাড়তে পারে সিএসকে

১) গত মরসুমে ৭.৮ কোটি টাকাবেতন পাওয়া কেদার যাদবের পারফরম্যান্সে খুশি নয় সিএসকে।

২) ২০১৯ সালের আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাক ইমরান তাহির ২০২০ সালের সংস্করণে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। গত মরসুমে ১ কোটি টাকা বেতন পাওয়া প্রাক্তন প্রোটিয়া স্পিনারকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস।

৩) গত মরসুমে ৬.৭৫ কোটি টাকা বেতন পাওয়া পীয়ূষ চাওলাকে ছেড়ে দিতে পরে সিএসকে শিবির।

৪) ২ কোটি টাকা দিয়ে ২০২০ সালের আইপিএলের জন্য ধরে রাখা হরভজন সিং, মুরলী বিজয়কে ছেড়ে দিতে পারে এমএস ধোনি শিবির।

৫) ফিটনেস সমস্যায় জর্জরিত ডোয়েন ব্র্যাভো, জোশ হ্যাজেলউড এবং করণ শর্মাকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস।

কেন এমন সিদ্ধান্ত

কেন এমন সিদ্ধান্ত

আইপিএল ২০২১-এর আগে বেশ কয়েক জন নতুন ক্রিকেটারকে দলে নিতে চায় চেন্নাই সুপার কিংস। যদিও সেই তহবিল এমএস ধোনি শিবিরের কাছে নেই। আগামী নিলামে ক্রিকেটার কেনাবেচার জন্য দলগুলির পুঁজি সীমাবদ্ধ করে দিয়েছে বিসিসিআই। সেই অভাব পূরণের জন্যই মহেন্দ্র সিং ধোনির দলে সাত থেকে আট ক্রিকেটারকে ছাড়তে চাইছে বলে সূত্রের খবর।

কবের মধ্যে চূড়ান্ত তালিকা

কবের মধ্যে চূড়ান্ত তালিকা

আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল দলগুলির সামনে ক্রিকেটার ধরে রাখার নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ২১ জানুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে পাঠাতে হবে।

দলগুলির হাতে কত পুঁজি

দলগুলির হাতে কত পুঁজি

প্রতিবারের মতো এবারও আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিগুলিকে ক্রিকেটার কেনবেচার জন্য তহবিল বেঁধে দিয়েছে বিসিসিআই। টু্র্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, নিলামের জন্য প্রতিটি দল সর্বাধিক ৮৫ কোটি খরচ করতে পারবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বলেও জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান।

English summary
Chennai Super Kings willing to part away 7 or 8 cricketers for IPL 2021, says report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X