• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপির চার মহারথী নামছেন ‘বিবেকের ডাকে’! কলকাতায় রাজপথে এবার ‘মেগা শো’

শুক্রবার নন্দীগ্রামের মঞ্চে উপস্থিত ছিলেন এই মুহূর্তে বিজেপির সবথেকে বড় চার মুখ। কিন্তু নন্দীগ্রামে সমাবেশের মেজাজটাই পণ্ড করে দিয়েছে একটা বিশৃঙ্খলা। তাই ফের চার বঙ্গ বিজেপির চার মহারথীকে ফের একইসঙ্গে ময়দানে নামানোর পরিকল্পনা করেছেন দল। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এবার খাস কলকাতার রাজপথে নামানো হচ্ছে তাঁদের।

একইসঙ্গে মিছিলে কৈলাশ-মুকুল ও দিলীপ-শুভেন্দুরা

একইসঙ্গে মিছিলে কৈলাশ-মুকুল ও দিলীপ-শুভেন্দুরা

নন্দীগ্রাম সমাবেশে ‘দক্ষযজ্ঞ' বেধে যাওয়ার পর বিজেপি নমো নমে করো সাঙ্গ করে কর্মসূচি। কিন্তু চার মহারথীকে নামিয়েও ব্যর্থতার পর এবার মেগা শো-এর আয়োজন হচ্ছে কলকাতার বুকে। ১২ জানুয়ারি বিজেপি ‘বিবেকের ডাকে' কর্মসূচির আয়োজন করতে চলেছে। এই কর্মসূচিতে একইসঙ্গে মিছিলে পা মেলাবেন কৈলাশ-মুকুল ও দিলীপ-শুভেন্দুরা।

‘বিবেকের ডাকে' রাজপথে বিজেপির চার মহারথী

‘বিবেকের ডাকে' রাজপথে বিজেপির চার মহারথী

নেতাজির জন্মজয়ন্তীতে অর্থাৎ ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য রাখবেন। তার প্রচারেই বঙ্গ বিজেপি স্থির করেছে ‘বিবেকের ডাকে' তাঁরা নামবেন রাস্তায়। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই কর্মসূচি পালন হবে, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ভার্চুয়াল ব়্যালির প্রচারও হবে বাংলায়।

১২ জানুয়ারি থেকে শ্রমদান কর্মসূচি বিজেপির যুব মোর্চার

১২ জানুয়ারি থেকে শ্রমদান কর্মসূচি বিজেপির যুব মোর্চার

বিজেপির যুব মোর্চা ১২ জানুয়ারি থেকে শ্রমদান নামে একটি কর্মসূচি নিয়েছে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ব়্যালির প্রচারের জন্য। তারই অঙ্গ হিসেবে বিবেকের ডাকে পথে নামবেন বঙ্গ বিজেপির চার মহারথী। মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জানিয়েছেন, ওইদিন সকাল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে সভাযাত্রা বেরোবে। শেষ হবে বিবেকানন্দ রোডে স্বামাজির বাড়িতে।

বিধানসভা ভোটের আগে জনসংযোগের কর্মসূচির

বিধানসভা ভোটের আগে জনসংযোগের কর্মসূচির

সৌমিত্র জানান, ১২ জানুয়ারি কলকাতায় শ্রমদান কর্মসূচির সুচনা হবে বিবেকের ডাক দিয়ে। তারপর জেলায়ে জেলায় শ্রমদান কর্মসূচি শুরু হবে। বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, স্বনির্ভর গোষ্ঠীকে এই কর্মসূচিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা রয়েছে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে যাওয়ার। বিধানসভা ভোটের আগে জনসংযোগ এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

English summary
BJP’s four big faces will do rally in Kolkata on the Vivekananda’s Birthday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X