For Quick Alerts
For Daily Alerts
জাকার্তা থেকে ওড়ার পরেই সংযোগ বিচ্ছিন্ন! বিমান দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা
ইন্দোনেশিয়ার (indonesia) রাজধানী জাকার্তা (jakarta) থেকে ওড়ার পরেই সংযোগ বিচ্ছিন্ন সেখানকার শ্রীইজায়া এয়ারের বোয়িং ৭৩৭-৩০০ বিমানের (plane)। বিমানকর্মী ও যাত্রী মিলিয়ে বিমানটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বিমানটি পন্টিয়ানাক থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

২১-এর ভোটে উত্তরবঙ্গে বিজেপির বাড়া ভাতে ছাই দিতে মোক্ষম পদক্ষেপ অভিষেক, পিকেদের