উন্নয়ন ও জিডিপি ইস্যুতে মোদী সরকারকে একহাত রাহুলের, দেশের বেকারত্ব নিয়ে সওয়াল
উন্নয়ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিলেন রাহুল গান্ধী। শেষ হতে চলা অর্থবর্ষের গ্রস ডোমেস্টিক প্রোডক্ট বা জিডিপি হারে সম্ভাব্য পতন নিয়ে কেন্দ্রীয় সরকারকে ব্যঙ্গ করেছেন কংগ্রেস নেতা। দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়ে আশঙ্কিত রাহুল এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন।

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালে দেশজুড়ে জারি হওয়া অনিশ্চিয়তায় ভারতীয় অর্থনীতি যে বড়সড় ধাক্কা খেয়েছে, তা জানা গিয়েছিল আগেই। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা এনএসও-র প্রকাশ করা তথ্যে সেই চিত্র আরও পরিষ্কার হয়েছে। যেখানে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই এক বছরের জিডিপি হার ৭.৭ শতাংশে থামার কথা জানানো হয়েছে। তেমনটা হলে গত চার দশকে যা দেখা যায়নি, তা-ই প্রত্যক্ষ করবে ভারত। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নিজেদের সাফাই তৈরি রেখেছে বলেই খবর। করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে কার্যত বছরভর জারি থাকা লকডাউনের জন্য ব্যবসায়ীক এবং অর্থনৈতিক মন্দাকে এই বিপর্যয়ের করণ বাখ্যা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। একই সঙ্গে ২০২১-২০২২ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধি ৮.৯ শতাংশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে বলেও খবর।
मोदी सरकार का ऐतिहासिक ‘विकास’-
— Rahul Gandhi (@RahulGandhi) January 9, 2021
GDP -7.7%
प्रति व्यक्ति आय -5.4%
बेरोज़गारी दर 9.1%
Too Much Vikas!
তবে সেসবে যে চিড়ে ভিজবে না, তা সাফ বুঝিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। জিডিপি হার নিয়ে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা এনএসও-র সমীক্ষামূলক তথ্য হাতে পেতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন কংগ্রেস নেতা। টুইটারে ব্যঙ্গের সুরে রাহুল লিখেছেন যে দেশে উন্নয়নের জোয়ার এসেছে। জিডিপি হার নেমে যাওয়ার পাশাপাশি দেশে বেকারত্ব ৯.১ শতাংশ বেড়ে যাওয়া নিয়েও আশঙ্কিত হয়েছেন রাহুল গান্ধী।