খোঁচা খাওয়া বাঘ! বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএলে দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের
নতুন বছরে একেবারে নতুন ছন্দে ইস্টবেঙ্গল। ব্রাইটের আসার পর নতুন বছরে বারেবারে জ্বলে উঠছে খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল। গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হয়নি, তবে এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমার্ধের গোল ধরে রেখে শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ ব্রিগেড। ২০ মিনিটে স্টেইনম্যানের গোল, সেই গোলেই সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে ১-০ গোলে হারিয়ে এসসি ইস্টবেঙ্গলের দুরন্ত জয়। আইএসএলের মঞ্চে এটি ইস্টবেঙ্গলের দ্বিতীয় জয়।

প্রথমার্ধে অসাধারণ উদ্যমে ইস্টবেঙ্গল আক্রমণে ঝাঁঝ বাড়ায়। সেখান থেকেই ২০ মিনিটে অঙ্কিতের বাড়ানো বল থেকে নায়ারণের কাট ব্যাক। সেই নিখুঁত পাস থেকেই গোল করে যান স্টেইনম্যান। তার গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতল লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন দেবজিৎ মজুমদার। বঙ্গ গোলকিপারও এদিন একাধিক সেভ করেছেন। প্রথম পোস্টে রাখা সুনীলের পাওয়ারফুল শট বাঁচিয়ে তেকাঠি বাঁচিয়ে রেখে দলকে জয় এনে দিলেন।
ওড়িশা-গোয়া ম্যাচে গোল পাওয়ার পর এদিনও গোলের সুযোগের সামনে ছিলেন ব্রাইট। দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীতকে বিট করে গোলের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত বলের দখল রাখতে না পারায় এদিন গোল এল না। শেষ দুই ম্যাচ খেলে ব্রাইট দুটি গোল করেন। এদিন গোল পেলে, তাঁর টানা ৩ ম্যাচে ৩টি গোল হয়ে যেত। লিগে ছন্দ ফিরে পাওয়া এই ইস্টবেঙ্গলের থেকে অন্য দলগুলিতে সাবধানে থাকতে হবে বলা যায়।
এদিনের জয়ের সুবাদে ১০ ম্যাচ শেষে এসসি ইস্টবেঙ্গল ২টি জয় ও ৪টি ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে। অন্যদিকে এই নিয়ে টানা চার ম্যাচ হারল বেঙ্গালুরু।