বাংলার মন জিততে বিজেপির ভরসা নেতাজি আবেগে, মোদীর কমিটিতে মমতা-সৌরভ সহ ৩০ বাঙালি!
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। ৮৫ জনের ওই কমিটির পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কমিটিতে রয়েছেন বহু বিশিষ্ট বাঙালি। এই কমিটি ঠিক করবে যে আগামী এক বছর ধরে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য ঠিক কী কী অনুষ্ঠান ও কর্মসূচি করা হবে। ওই কমিটিতে দেশের বিশিষ্ট নাগরিক, ইতিহাসবিদ, লেখক, নেতাজির পরিবারের সদস্যদের রাখা হচ্ছে। এছাড়া থাকবেন আইএনএ-র সঙ্গে জড়িত বিশেষ ব্যক্তিরা। বাংলা থেকে ৩০ জন এই কমিটিতে থাকছেন।

কমিটিতে রয়েছেন মমতা থেকে অধীর
এই কমিটিতে যেমন রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি, তেমনই রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়, নারী ও শিশুকল্যাণ রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরি।

রয়েছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী
এছাড়াও রয়েছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী, সাসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ, সত্যব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল।

রয়েছেন নেতাজির পরিবারের লোকেরা
কমিটিতে রয়েছেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ জগন্নাথ সরকার, সাংসদ জয়ন্ত রায়, সাংসদ সৌমিত্র খাঁ, সাংসদ খগেন মুর্মু, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, নেতাজির ভাইপো অর্ধেন্দু বসু, নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু, নেতাজির প্রপৌত্রী রেণুকা মালাকার।

রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে প্রাক্তন সেনাপ্রধান
আরও যে সব বিশিষ্ট মানুষ যাঁরা এই কমিটিতে রয়েছেন, তাঁরা হলেন লেখক ও শিক্ষাবিদ অনির্বাণ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শংকর রায়চৌধুরি, প্রাক্তন বায়ুসেনা প্রধান অরুণ রাহা, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রামকৃষ্ণ মঠ ও মিশনের মহাসচিব স্বামী সুবিরানন্দ।

বাঙালিদের মনে থাকা নেতাজি আবেগ
ওয়াকিবহাল মহলের মত, যেহেতু নেতাজি বাঙালি। আর বাঙালিদের আইকন। তাই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসীর কাছে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কারণ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলার মণিষীদের প্রসঙ্গ বারবার সামনে আনছে বিজেপি।

বাংলার মন জয়ে মরিয়া মোদী
এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপনের সূচনায় ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ রাখবেন নরেন্দ্র মোদী। এর আগে পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকার উত্তোলনের বর্ষপূর্তিতে নেতাজিকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ১৯৪৩-এর ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকার উত্তোলন হয়েছিল।