জাকার্তা: বছরের শুরুতেই বড়সড় দুর্ঘটনা। মাঝ আকাশে আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের। সূত্রের খবর, সমুদ্রের উপর থেকেই উধাও হয়ে যায় ওই বিমান। সমুদ্রে বিমানটি ভেঙে পড়েছে বলেই জানা যাচ্ছে।
ওই বিমানে ছিলেন কেবিন ক্রু সহ মোট ৬২ জন যাত্রী। বিমানটি ইন্দোনেশিয়া থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বলে অনুমান। অন্তত ১০,০০০ ফুট উচ্চতা থেকে সম্ভবত সমুদ্রে পড়ে গিয়েছে বিমানটি।
জানা গিয়েছে এই বিমানটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে পন্টিয়ানাকের দিকে রওনা হয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি একটি Boeing B737-500 বিমান।
ইতিমধ্যেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই বিমানে থাকা যাত্রী ও ক্রু-দের পরিবার পরিজন। খারাপ খবর শোনার জন্য নিজেদের মনকে প্রস্তুত করছেন তাঁরা।
সমুদ্র থেকে মৎস্যজীবীদের হাতে এমন কিছু উঠে এসেছে, যা দেখে বিমানের ধ্বংসাবশেষ বলে অনুমান করা হচ্ছে। এখনও সমুদ্রের গভীরে চলছে খোঁজ। যদিও ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ওই দেশের পরিবহন মন্ত্রকের তরফ থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়, জাকার্তা থেকে পন্টিয়ানাক যাওয়ার পথে বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় দুপুর ২টো ৪০ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিশন তল্লাশি অভিযান চালাচ্ছে।
২০১৮-তে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছিল ইন্দোনেশিয়াকে। সেবার Lion Air Boeing 737 MAX বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় ১৮৯ জনের। জাভা সাগরে পড়ে গিয়েছিল বিমানটি। সেই বিমানও উড়েছিল জাকার্তা থেকেই। বিমান ওড়ার মাত্র ১২ মিনিট পরই ভেঙে পড়ে ওই বিমান।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.