• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

টানা পাঁচ ম্যাচে অপরাজেয় থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন, আইএসএলের মাঝ পথে কোথায় দাঁড়িয়ে লাল-হলুদ ব্রিগেড

  • |

আইএসএল ২০২০-২১ তে দুরন্ত কামব্যাক এসসি ইস্টবেঙ্গলের। গোয়ার ফতোরদাতে এদিন শক্তিশালী বেঙ্গালুরুকে ১-০ হারিয়ে লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। সৌজন্যে স্টেইনম্যানের দুরন্ত গোল। সেই সঙ্গে লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল।

ডার্বি হেরে লিগ অভিযান শুরু

ডার্বি হেরে লিগ অভিযান শুরু

প্রথমবার আইএসএল খেলতে নেমে এটিকে মোহনবাগানের কাছে ম্যাচ হেরে এসসি ইস্টবেঙ্গল লিগ অভিযান শুরু করে। ম্যাচে দল ০-২ ব্যবধানে হেরে বসেছিল।

প্রথম পাঁচ ম্যাচে পারফর্ম্যান্স

প্রথম পাঁচ ম্যাচে পারফর্ম্যান্স

ডার্বিতে হারার পর মুম্বই সিটি এফসির কাছে ৩ গোলে ম্যাচ হারে ইস্টবেঙ্গল। এরপর নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ০-২ হার। হারের এই হ্যাটট্রিকের পর জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ০-০ স্কোরলাইনে ম্যাচ ড্র করে প্রথম পয়েন্ট সংগ্রহ করে। পরের ম্যাচেই ফের হার। হায়দরাবাদের বিরুদ্ধে ৩-২ হার।

শেষ পাঁচ ম্যাচে পারফর্ম্যান্স

শেষ পাঁচ ম্যাচে পারফর্ম্যান্স

পরের পাঁচ ম্যাচ অপরাজিত এসসি ইস্টবেঙ্গল। কেরালার বিরুদ্ধে ১-১ ড্র, চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ২-২ ড্র, ওড়িশার বিরুদ্ধে ৩-১ জয়, গোয়ার বিরুদ্ধে ১-১ ড্র ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-০ জয়।

পয়েন্ট টেবিলে কোথায় ইস্টবেঙ্গল

পয়েন্ট টেবিলে কোথায় ইস্টবেঙ্গল

আইএসএলের অর্ধেক ম্যাচ অর্থাৎ ১০ ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে ২টি জয় ৪টি ড্রয়ের পর ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রবি ফাওলারের দল।

English summary
SC East Bengal beat Bengaluru by 1-0, Isl 2020-21 point table
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X