মানবজাতির ত্রাতা হয়ে তৈরি মেড-ইন-ইন্ডিয়া করোনা ভ্যাকসিন, আন্তর্জাতিক মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
১৩ জানুয়ারি থেকে শুরু হবে করোনা ভাইরাস ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি। তার প্রস্তুতি এখন চরমে। তার আগে প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করে আন্তর্জাতিক মঞ্চে ভ্যাকসিন নিয়ে জরুরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিেয়ছেন মানবজাতির অস্তিত্ব রক্ষায় প্রস্তুত ভারতের তৈরি দুটি করোনা ভাইরাস ভ্যাকসিন। আগেও মানবজাতির রক্ষায় পিপিই কিট, মাস্ক তৈরি করে এবং সেটি বিদেশে পাঠিয়ে মানবজাতির রক্ষায় কাজ করেছে ভারত এবার তার থেকে আরও একধাপ এগিয়ে কাজ করার অঙ্গিকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর ভ্যাকসিন বার্তা
করোনা কালে মানবজাতির সাহায্যে সব সময় এগিয়ে এসেছে ভারত। পিপিই কিট, মাস্ক তৈরি করে অন্যদেশে পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার আরও এক ধার এগোল ভারত। ভারতে তৈরি হয়ে গিয়েছে ২টি করোনা ভ্যাকসিন। মানবজাতির রক্ষায় তৈরি মেড-ই-ইন্ডিয়া ২টি করোনা ভ্যাকসিন। প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাহায্যে প্রস্তুত ভারত
করোনা দমনে অপেক্ষাকৃত গরিব দেশগুলিকে সাহায্যের জন্য প্রস্তুত ভারত। ভ্যাকসিনের ক্ষেত্রেও সাহায্য করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছিল ভারত। এবার ভারতের কাছে সাহায্য চেয়েছে ব্রাজিলও। সেদেশের প্রেসিডেন্ট বলসেনারো মোদীকে চিঠি লিখে ভ্যাকসিন পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক
ইতিমধ্যেই ভারতে সব রাজ্যে ভ্যাকসিন বণ্টনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব রাজ্যেই দুই দফায় হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাইরান। এবার গণটিকাকরণের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তারপরেই সব রাজ্যে করোনা ভ্যাকসিনের বণ্টন শুরু হবে। তারপর গণটিকাকরণ।

দুই ভ্যাকসিনের অনুমোদন
ইতিমধ্যেই করোনার দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। একটি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড, দ্বিতীয়টি দেশিয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন। কোভিশিল্ড অক্সফোর্ডের তৈরি হলেও সেটির উৎপাদন করেছে ভারতীয় সংস্থা সিরাম ইনস্টিটিউট। অন্যদিকে কোভ্যাক্সিন দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভ্যাক্সিন। এটিও তৈরি করেছে ভারতীয় সংস্থা ভারত বায়োটেক।