• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন আসানসোলের যুবক

  • By Aveek
  • |

অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু করতে গুগল থেকে পাওয়া অজ্ঞাত নাম্বারে ফোন করে লক্ষাধিক টাকা খোয়ালেন আসানসোলের যুবক।

অনলাইন ব্যাঙ্কিং চালু করতে গিয়ে লক্ষাধিক খোয়ালেন যুবক

জানা গিয়েছে, আসানসোলের এক প্যাথোলজি ল্যাবে কাজ করেন মানস মাঝি। বাড়ি কুলটির মিঠানি গ্রামে। অভিযোগ, মানস বেশ কিছুদিন থেকেই অনলাইন পরিষেবা পাচ্ছিলেন না। সেজন্য ব্যাংকে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ব্যাঙ্ক জানিয়েছিল ২৪ ঘন্টায় সমস্যার সমাধান হবে। কিন্তু সমাধান না হওয়ায় তিনি অভিযোগ করবেন ভেবে গুগল থেকে ওই ব্যাংকের হেল্পলাইন নম্বর জোগাড় করেন।

মানস মাঝি জানান, +৯১-১৮০০ নম্বর দিয়ে শুরু ওই নম্বরে ফোন করলে শুধু রিং হয়। পরে আমার কাছে কল আসে ওই ব্যাংকের হেল্পডেস্ক থেকে। আমি আমার সমস্যার কথা জানাই। হেল্পডেস্ক থেকে আমার হোয়াটসঅ্যাপে একটি লিংক দিয়ে ক্লিক করতে বলা হয়। ক্লিক করার পর ওটিপি আসে। ওটিপি নম্বর ওদের দিতেই সমস্ত টাকা অ্যাকাউন্ট থেকে লুঠ হয়ে যায়।'

জানা গিয়েছে, মোট ১১ বারে ১০ হাজার টাকা করে অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। অ্যাকাউন্টে থাকা মোট ১ লক্ষ ৯ হাজার ২৯ টাকা ৪৮ পয়সা সমস্তটাই হ্যাকাররা লুঠ করে।

মানসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিডি ও সাইবার এসিপি মানস সিংলা বলেন, 'অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। আমরা গ্রাহকদের বারবার সচেতন করছি ওটিপি যেন কোনওমতেই শেয়ার না করা হয়। তবু গ্রাহকরা হ্যাকারদের পাল্লায় পড়ছেন।'

English summary
Asansol guy loses lacs after online scammer tricks him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X