চূড়ান্ত হল তারিখ, ভারতে কবে থেকে শুরু হবে করোনা টিকাকরণ? জানিয়ে দিল কেন্দ্র
প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল যে ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে করোনা ভাইরাস টিকাকরণ। তবে ১৩ তারিখ নয়, দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হবে ১৬ জানুয়ারি। এই আবহে আগামী সোমবার কোভিডের ভ্যাকসিন দেওয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওইদিন বিকেল ৪টে নাগাদ দেশের সর্বসাধারণকে ভ্যাকসিন দেওয়া নিয়ে হবে আলোচনা৷

টিকাকরণের আওতায় কারা?
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ। সারা দেশে টিকাকরণে স্বাস্থ্যকর্মী ও সামনের সারি থেকে যুদ্ধ করা মানুষজনকে টিকাকরণের আওতায় আনা হবে। এই সংখ্যা প্রায় তিন কোটি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বৈঠক
ইতিমধ্যে দেশের স্বাস্ত্রমন্ত্রক নির্দিষ্ট দুটি ভ্যাকসিন, যথাক্রমে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে৷ তার পরেই হতে চলেছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের এই বৈঠক৷ স্বভাবতই আশার আলো দেখছে দেশ৷

যেই দুটি ভ্যাকসিনের উপর ভরসা
কোভিশিল্ড তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি৷ যা ৭০ শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন গবেষকরা৷ অন্যদিকে কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়াল চলছে, তথাপি তা নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থাটির তরফে৷

৫০ বছরের বেশি বয়সের মানুষজনকে দেওয়া হবে টিকা
স্বাস্থ্যকর্মীদের পর টিকাকরণের আওতায় আসবেন ৫০ বছরের বেশি বয়সের মানুষজন। ৫০-এর নিচে কোমর্বিডিটিতে যারা আক্রান্ত তাদেরও টিকা দেওয়া হবে বলে জানা গেছে। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, স্বাস্থ্যসচিব ও অন্যান্য আধিকারিকরা।