মুম্বই: মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ওই হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে (SNCU) আগুন লাগে। হাসপাতালের কর্মীদের তৎপরতায় আরও ৭টি শিশুকে তড়িঘড়ি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার মাঝরাতে হঠাৎই ভান্ডারা জেলার ওই হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে কর্মরত এক নার্সের। তিনিই প্রথম হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। দ্রুত তিনি চিৎকার শুরু করে দেন। বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। এরপরেই সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে সদ্যোজাত শিশুদের উদ্ধারের কাজ শুরু হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে ১০ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্মীদের তৎপরতায় ঘটনাস্থল থেকে ৭ শিশুকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। হাসপাতাল কর্মী ও দমকলকর্মীরা একযোগে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলকর্মীরা শুরু করে দেন উদ্ধারকাজ।
এদিন সকাল পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে শার্ট সার্কিটের জেরেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। একইভাবে এই অগ্নিকাণ্ডের পিছনে কারও গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.