• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বেঙ্গালুরুর বিরুদ্ধে দাঁত ফোটাতে পারবে কি গোয়াকে বেগ দেওয়া এসসি ইস্টবেঙ্গল!

শনিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। ঠিক যতটা একাগ্রতা ও শক্তি প্রয়োগ করে দুর্দান্ত এফসি গোয়াকে আটকে দিয়েছিল লাল-হলুদ, ততটা বেগ বেঙ্গালুরুকে রবি ফাওলারের দল দিতে পারে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে দেশের ফুটবল মহল। তার আগে দুই দলের শক্তি যাচাই করে নেওয়া যাক। শনিবার কোন দলের পাল্লা ভারী থাকবে, তাও জেনে নেওয়া যাক।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। এসসি ইস্টবেঙ্গলকে হারাতে পারলে প্রথম চারে প্রবেশ করবে সুনীল ছেত্রীর দল। ৯ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে লাল-হলুদ। শনিবারের ম্যাচ জিতলে ১০ পয়েন্ট পৌঁছবে রবি ফাওলারের দল।

কোন দলের কত গোল

কোন দলের কত গোল

বেঙ্গালুরু এফসি-র জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চারটি গোল করেছেন সুনীল ছেত্রী। দলগত ভাবে চলতি টুর্নামেন্টে বেঙ্গালুরুর গোল সংখ্যা ১২। এসসি ইস্টবেঙ্গলের হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক ৩ গোল করেছেন জ্যাকুয়াস মাঘোমা। দলগত ভাবে ৯টি গোল করেছে লাল-হলুদ।

ক্লিনশিটের সংখ্যা

ক্লিনশিটের সংখ্যা

বেঙ্গালুরু এফসি-র গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর নামের পাশে রয়েছে দুটি ক্লিনশিট। গোল বাঁচিয়েছেন ২২টি। এসসি ইস্টবেঙ্গলের ক্লিনশিট সংখ্যা ১। মোট ২৮টি বল বারের বাইরে পাঠিয়েছেন লাল-হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদার।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

ধারেভারে বেঙ্গলুরু এফসি যে এসসি ইস্টবেঙ্গলের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এফসি গোয়ার বিরুদ্ধে দশ জনের লাল-হলুদ যে খেলাটা দেখিয়েছে, তাতে সুনীল ছেত্রীদের কপালে ভাঁজ পড়তে পারে। তার ওপর নতুন কোচের অধীনে প্রথম ম্যাচে বেঙ্গালুরু কতটা সাবলীল ছন্দে খেলতে পারে, সেটাই দেখার।

সিডনিতে ২৫-এ আউট হয়ে অবাঞ্ছিত ক্লাবের নেতা হলেন রোহিত!

English summary
ISL 2020-21 : SC East Bengal will face Bengaluru FC, which team is the more powerful
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X