• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনার নিউনর্মালে সম্পূর্ণ খুলে গেল রাজ্যের ১০০ শতাংশ সিনেমা হল, বিজ্ঞপ্তি

করোনার নিউনর্মালে সম্পূর্ণ খুলে গেল রাজ্যের সমস্ত সিনেমা হল। শুক্রবার সপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনেমা হলগুলি ১০০ শতাংশ দখলের অনুমতি দেন। বর্তমানে করোনা মহামারীর কারণে সিনেমা হলগুলিতে কেবল ৫০ শতাংশ দখলের অনুমতি রয়েছে।

সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

করোনার নিউনর্মালে সম্পূর্ণ খুলে গেল রাজ্যের ১০০ শতাংশ সিনেমা হল, বিজ্ঞপ্তি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজ্যের মুখ্যসচিবকে সিনেমা হলগুলির ১০০ শতাংশ আসন ব্যবহারের অনুমতি দানের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছি। ৪ জানুয়ারি তামিলনাড়ু সরকার সিনেমা, থিয়েটার হল এবং মাল্টিপ্লেক্সের অধিগ্রহণ ১০০ শতাংশ বাড়ানোর জন্য অনুরূপ আদেশ জারি করেছিল। তবে, তামিলনাড়ু সরকারকে তার আদেশ প্রত্যাহার করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এবার তামিলনাড়ুর পর বাংলাতেও ১০০ শতাংশ সিনেমা হল খোলার কথা জানানো হল রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক্ষেত্রেও বাধ সাধবে! তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে জানিয়েছেন, সিনেমা হল মালিকদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি অনুষ্ঠানের পরে স্যানিটাইজেশন করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আজকাল এমন মেশিনও পাওয়া যায় যা দিয়ে কেবল পাঁচ মিনিটের মধ্যে পুরো হলটি স্যানিটাইজ করতে পারবেন। প্রত্যেক দর্শক বা শ্রোতারও উচিত নিজস্ব স্যানিটাইজার বা টিস্যু পেপার ব্যবহার করা। এই বার্তা দিয়ে নবান্ন সভাগৃহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুম্বই থেকে শাহরুখ খান কলকাতা চলচ্চিত্রের উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করেন।

এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রের উৎসবে ৮১টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম এবং প্রায় ৪৫টি দেশের ৫০টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারিগুলি আগামী এক সপ্তাহে আটটি স্থানে প্রদর্শিত হবে। নাগরিকরা অনলাইনে টিকিট বুক করতে পারলেও, অনলাইনে টিকিট বুকিংয়ে যারা অসুবিধা পান তাদের জন্য নন্দন, টালিগঞ্জ এবং সল্টলেকে তিনটি হেল্পডেস্কও স্থাপন করা হয়েছে।

English summary
Bengal CM Mamata Banerjee allows 100 percent occupancy in Cinema halls in Corona’s New Narmal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X