সিডনি: ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে পারেনি৷ তবে সিড়নিতে তৃতীয় টেস্টে দু’শো রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া৷ বৃষ্টিবিঘ্নত এসসিজি-তে মার্নাস ল্যাবুশানে ও স্টিভ স্মিথের ব্যাটিং দাপটে সুবিধাজনক জায়গায় অজিশিবির৷ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেটে ২৪৯৷ স্মিথ ৭৬ রানে ক্রিজে রয়েছেন৷
অ্যাডিলেড ও মেলবোর্নে সিরিজের প্রথম দু’টি টেস্টে অস্ট্রেলিয়া সর্বোচ্চ স্কোর ছিল ২০০৷ অজি ব্যাটসম্যানরা যা করেছিলেন বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে৷ প্রথম দু’টি টেস্টে ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে না-পারলেও তৃতীয় টেস্টে দেখা গেল অজি ব্যাটিং দাপট৷ বৃষ্টিবিঘ্নিত এসসিজি-র প্রথম দিনে মাত্র ৫৫ ওভাল খেলা হয়েছিল৷ ২ উইকেটে ১৬৬ রানে শেষ করেছিল অস্ট্রেলিয়া৷
শুক্রবার দ্বিতীয় দিন দারুণ শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ল্যাবুশানে ও স্মিথ৷ তবে এদিনও ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থাবা বসায়৷ ১০ ওভার পর বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে৷ এই সময় গত দিনের স্কোরের সঙ্গে কোনও উইকেট না-হারিয়ে ২২ রান যোগ করে অস্ট্রেলিয়া৷
বৃষ্টি থামার পর খেলা শুরু হলে দ্রুত দু’শো রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া৷ ৬৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রানে গণ্ডি ছোঁয় অজিবাহিনী৷ ভারতীয় বোলারদের উপর দাপট দেখাতে থাকেন ল্যাবুশানে ও স্মিথ৷ তৃতীয় উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে অজি ইনিংসকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান দু’জনে৷
তবে অস্ট্রেলিয়া দু’শো রানের গণ্ডি টপকানোর পরই ল্যাবুশানেকে তুলে নিয়ে ভারতকে ব্রেক-থ্রু দেন রবীন্দ্র জাদেজা৷ সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থেমে ল্যাবুশানের ইনিংস৷ জাদেজার অফ-স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ফাস্ট স্লিপে ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানের হাতে ধরা পড়েন৷ ৯১ রানে থেমে যান ল্যাবুশানে৷ সিরিজের প্রথমবার হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকালেও সেঞ্চুরি অধরা থেকে যায় প্রতিশ্রুতিবার এই অজি ব্যাটসম্যানের৷
স্মিথের সঙ্গে ক্রিজে আসেন ম্যাথু ওয়েড৷ কিন্তু ফের ম্যাচে থাবা বসায় বৃষ্টি৷ তবে ফের খেলা শুরু হলে পার্টনারশিপ স্মিথ-ওয়েডকে বড় পার্টনারশিপ গড়তে দেয়নি ভারত৷ ওয়েডকে তুলে নিয়ে ভারতকে জোড়া সাফল্য এনে দেন জাদেজা৷ মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ওয়েড৷ এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন৷ দ্বিতীয় নতুন বল নেয় ভারত৷ গ্রিন থিতু হতে দেননি জসপ্রীত বুমরাহ৷ নতুন বল নিয়ে পঞ্চম ওভারেই গ্রিনকে তুলে নেন তিনি৷ ২১ বল খেলে খাতা খোলার আগেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন গ্রিন৷ এরপরই লাঞ্চ ঘোষণা করে দেন আম্পায়াররা৷ দ্বিতীয় দিন প্রথম সেশনে ৮৩ রান খরচ করে তিন উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.