করোনার টিকা সবার আগে মোদী নিন, আবদার লালুপুত্র তেজ প্রতাপের
গত ১৩ জানুয়ারি দেশজুড়ে শুরু হয়ে যাবে করোনা ভাইরাসের টিকাকরণ। তার আগে শুক্রবার থেকে সারা দেশের ৭৩৬টি জেলায় শুরু হয়েছে কোভিড ভ্যাকসিনের চূড়ান্ত ড্রাই রান। আর এরই মধ্যে আজব আবদার করে বসলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজ প্রতাপ যাদব। তিনি জানিয়েছেন যে কোভিড–১৯ ভ্যাকসিনের প্রথম শট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া উচিত। এরপর সকলে নেবেন। ক’দিন আগেই বিহারের কংগ্রেস নেতা অজিত শর্মাও এমনই দাবি জানিয়েছিলেন। তাঁর মতে, মোদি-সহ বিজেপির নেতারা আগে ভ্যাকসিনের ডোজ নিলে দেশবাসীদের আত্মবিশ্বাস বাড়বে।

এর আগে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব করোনা ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিনকে 'বিজেপি ভ্যাকসিন’ বলে বিতর্কে জড়িয়েছেন। পরে তিনি তা শুধরানোর জন্য জানান যে তিনি কখনই বিজ্ঞানী, গবেষক ও বিশেষজ্ঞদের ওপর প্রশ্ন তোলেননি। গত শনিবার সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব বলেছিলেন, 'আমি কি করে এই টিকাকে বিশ্বাস করতে পারি, যা বিজেপিকে টিকাদানের জন্য ব্যবহার করা হবে? আমরা কিছুতেই বিজেপির ভ্যাকসিনে টিকাকরণ করাবো না।’ শাসক দল বিজেপি অখিলেশ যাদবের এই মন্তব্যের মাধ্যমে দেশের চিকিৎসক ও বিজ্ঞানিদের অপমান করা হয়েছে বলে জানায়। অন্যদিকে জাতীয় কংগ্রেসের ভাইস–প্রেসিডেন্ট ওমর আবদুল্লা জানান, মানবিকতা ছাড়া কোনও রাজনৈতিক দলের নয় এই ভ্যাকসিন।
দেশের ড্রাগ নিয়ন্ত্রক ইতিমধ্যেই অক্সফোর্ড–অ্যাস্টাজেনেকার কোভিশিল্ড ও দেশীয় পদ্ধতিতে তৈরি ভারত বায়েটেকের কোভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়ে দিয়েছে। প্রথম রাউন্ডের ড্রাই রান সারা দেশে ২ জানুয়ারি শুরু হয়েছিল।
নেতাজি আবেগ উসকে একুশের বাংলায় পালাবদলের ঘুঁটি সাজাচ্ছেন মোদী!