কয়লা আর গরু পাচার কাণ্ডে এবার বড়সড় পদক্ষেপের পথে সিবিআই
কয়লা আর গরু পাচার কাণ্ডে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, রাজ্য পুলিশের প্রায় এক ডজন শীর্ষ পুলিশ আধিকারিককে এবার এই দুই ঘটনার জেরে জেরা করতে চলেছে সিবিআই। এই তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের ৩জন এডিজি, ৬ জন ডিআইজি এবং ৪ জন এসপি পদমর্যাদার আধিকারিক।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই জিজ্ঞাসাবাদের মূল কারণ, সিবিআই কর্তারা জানতে পেরেছেন যে এই আধিকারিকদের কাছে খবর ছিল এই দুই পাচার কাণ্ডে। কিন্তু তাঁরা এই পাচার বন্ধ করার পরিবর্তে কার্যত তাতে মদত দিয়ে গিয়েছেন। আর সেই মদত দেওয়ার বিনিময়ে নিজেদেরও আর্থিক ভাবে সমৃদ্ধ করে তুলেছেন। এমনকি সিবিআই আধিকারিকরা এটাই জানতে পেরেছেন যে, রাজ্য পুলিশেরই এমন কয়েকজন শীর্ষ আধিকারিক রয়েছেন যাঁরা এই পাচারের বিষয়ে একাধিক বার রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে চিঠি দিয়ে জানিয়েছিলেন।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যাঁরা কর্মরত, তাঁদের সঙ্গেও এই দুই পাচার কাণ্ড নিয়ে কথা বলবেন সিবিআই আধিকারিকরা। বাকিদের মধ্যে অনেকেই সাম্প্রতিক অতীতে বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং বর্ধমানের মতো জেলায় কর্মরত ছিলেন। কয়েকজন ছিলেন মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলায়। তদন্তকারীদের দাবি, কয়লা এবং গরু, দুই ক্ষেত্রেই তদন্তে কিছু মিল উঠে এসেছে। রাজ্য পুলিসের এমন বেশ কয়েক জন কর্তার নাম উঠে এসেছে যাঁরা গরু এবং কয়লা দুই চক্রের কাছ থেকেই লাভবান হয়েছেন। বিনিময়ে তাঁরা ওই বেআইনি ব্যবসায় মদত দিয়েছেন। এই পুলিস কর্তাদের নাম উঠে এসেছে গরু পাচার চক্রের কিং পিন এনামূল হক এবং কয়লা পাচারের পাণ্ডা অনুপ মাজির বাড়ি এবং অফিস থেকে পাওয়া বিভিন্ন নথি থেকে।
