নয়াদিল্লি: এবার রাজধানী দিল্লিতেও বার্ড-ফ্লুয়ের আতঙ্ক। দিল্লির ময়ূরবিহার এলাকায় শ’য়ে-শ’য়ে কাকের মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তায় যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে মৃত কাক। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ঘোরতর উদ্বেগে দিল্লির সরকার। দিল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা মৃত কাকগুলির নমুনা সংগ্রহ করেছেন। সেই নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

একা করোনায় রক্ষে নেই দোসর বার্ড ফ্লু? উত্তর ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও দক্ষিণের কেরলে ইতিমধ্যেই শ’য়ে -শ’য়ে পাখির মৃত্যু গিরে ঘুম উড়েছে প্রশাসনের। এবার দিল্লিতেও বার্ড ফ্লু নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এর আগেই দেশের সাত রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে বার্ড ফ্লু৷ বিপুল পরিমাণে মুরগি, কাক ও অভিবাসী পাখির মৃত্যুর খবর মিলেছে৷ সবচেয়ে উদ্বেগের বিষয় হল, বিশেষজ্ঞরা বলছেন কোভিড-১৯ এর চেয়েও বেশি ভয়ঙ্কর এই বার্ড ফ্লু৷ করোনার চেয়েও অনেক বেশি মারক এই ভাইরাস৷

এবার দিল্লির ময়ূরবিহার এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেল শ’য়ে-শ’য়ে মৃত কাককে। বিষয়টি নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রের প্রাণীসম্পদ বিভাগের তরফে এই বিষয়টিকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই মূহূর্তে কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশের মোট ১২টি জায়গা বার্ড ফ্লু-র এপিকসেন্টার হিসেবে চিহ্তি হয়েছে। প্রতিটি রাজ্যে পাখিদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ওই রাজ্য গুলিতে কন্ট্রোল রুম খুলে মনিটরিং চলছে।

দিল্লিতো বটেই অন্য রাজ্যগুলিতেও পাখি, মুরগীর ব্যাপক হারে মৃত্যুর খবর মিললেই সেখানে যাচ্ছেন প্রাণীসম্পদ বিকাশ বিভাগের কর্মীরা। পাখি-মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে-সঙ্গে মৃত পাখির নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

এব্যাপারে ইতিমধ্যেই একাধিক রাজ্যকে কেন্দ্রের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে হরিয়ানার পঞ্চকুলায় পোল্ট্রি ফার্মে বিপুল পরিমাণ মুরুগির মৃত্যু হয়েছে বার্ড ফ্লুতে৷ মধ্যপ্রদেশের ইন্দোরেও ১৫২টি পাখির মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে নিশ্চিত ভাবে বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছে ১২টি পাখির৷

গত এক সপ্তাহে মধ্যপ্রদেশের মান্দসুরে ২৫০ পাখির মৃত্যু হয়েছে৷ হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ২,৩০০ পরিযায়ী পাখির৷ আবার ভাইরাসের দাপটে একটি ফার্মে ১,৭০০টি হাঁসের মৃত্যুর খবর মিলেছে৷ আধিকারিকরা জানিয়েছেন, H5N8 ভাইরাসের প্রকোপ রুখতে ৪০ হাজার পাখি মারা হবে৷ এর মধ্যে ৩৪ হাজার পাখি রয়েছে কুত্তান্ড এলাকায়৷ বার্ড ফ্লু কি? অ্যাভিয়ান (পাখি) ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) এক ধরনের ভাইরাস৷

এই ভাইরাস বন্য পাখিদের মধ্যে প্রাকৃতিক ভাবেই দেখা যায়৷ এই ভাইরাস হাঁস-মুরগি বা যে কোনও প্রাণীর মধ্যে সংক্রমিত হতে পারে৷ একটি মুরগি থেকে অন্য মুরগি বা যে কোনও প্রাণীর মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ বহু পাখি বার্ড ফ্লুতে মারা যায়৷

এমনকী পাখি থেকে এই ভাইরাস মানব দেহেও সংক্রমিত হতে পারে৷ সাধারণত এভিয়ান ফ্লু মানুষের মধ্যে সংক্রমিত না হলেও বিক্ষিপ্ত ভাবে মানব শরীরে এই সংক্রমণ দেখা দিয়েছে৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।