• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ছেলের উপর যেন আঁচ না পড়ে, কংগ্রেসের মসনদে রাহুলকে ফেরাতে 'পাটা পিচ' তৈরি সোনিয়ার

চলতি বছরে দেশের বহু রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। তবে তার আগেই কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর তার ঘঁটি সাজাতেই ব্যস্ত সোনিয়া গান্ধী। এই লক্ষ্যে কংগ্রেসের প্রবীণ নেতাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল সোনিয়া গান্ধীর তরফে। কারণ, কংগ্রেসের মসনদে দ্বিতীয় দফায় বসে যেন ফের অপ্রস্তুত না হতে হয় রাহুল গান্ধীকে। এই লক্ষ্যে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ময়দানে নামাতে পিছপা হননি সোনিয়া গান্ধী। সেক্ষেত্রে নির্বাচনে ভালো ফল না হলেও দোষ চাপানো যাবে শীর্ষ নেতাদের উপর। তবে আঁচ পড়বে না রাহুলের উপর।

কেন্দ্রীয় পর্যেবেক্ষক নিয়োগ

কেন্দ্রীয় পর্যেবেক্ষক নিয়োগ

চলতি বছরেই পশ্চিমবঙ্গ-সহ অসম কেরল, তামিলনাডু ও পুদুচেরিতে চলতি বছরের মাঝামাঝি সময় হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের জন্যে কেন্দ্রীয় পর্যেবেক্ষক নিযুক্ত করলেন কংগ্রেসের অন্তরবর্তিকালীন সভাপতি সোনিয়া গান্ধী। পাঞ্জাব ও ছত্তিশগড়ের মতো কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যথাক্রমে অশোক হেগলট এবং ভূপেশ বাঘেল-সহ দলের অন্যান্য প্রবীণ নেতাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সমন্বয়ের তদারকি করার লক্ষ্যে ময়দানে বর্ষীয়ান নেতারা

সমন্বয়ের তদারকি করার লক্ষ্যে ময়দানে বর্ষীয়ান নেতারা

এদিকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের তরফে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বি কে হরিপ্রসাদ আলমগীর আলম ও পাঞ্জাব সরকারের মন্ত্রী বিজয় ইন্দ্র সিংলাকে। এই নেতাদের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রচার ও সহযোগী দলের সঙ্গে সমঝোতা ও ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন। নির্বাচনী প্রচার পরিচালনা এবং সমন্বয়ের তদারকি করার জন্য প্রবীণ নেতাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে।

রাহুল গান্ধী বিদ্রোহীদের দাবি মেনে নেন

রাহুল গান্ধী বিদ্রোহীদের দাবি মেনে নেন

উল্লেখ্য, কয়েকদিন আগেই 'বিদ্রোহী' কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সোনিয়া, রাহুলরা। এরপরই রাহুল বলেছিলেন, আপনারা সবাই চাইছেন বলে আমি দলের হয়ে কাজ করতে তৈরি। রাহুল গান্ধী বিদ্রোহীদের দাবি মেনে নিয়ে এও বলেছেন, বুথ স্তরে সংগঠনকে মজবুত করার জন্য আরও বেশি যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন।

রাহুলের জন্যে 'পাটা পিচ' তৈরি করছেন সোনিয়া

রাহুলের জন্যে 'পাটা পিচ' তৈরি করছেন সোনিয়া

উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরে সভাপতির দায়িত্ব ছেড়েছিলেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য ছিল গান্ধী পরিবারের বাইরে থেকে কেউ কংগ্রেস সভাপতি হন। কিন্তু ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে অন্তর্বর্তী সভানেত্রীর দায়িত্ব নিতে হয় সেই সোনিয়া গান্ধীকেই। মনে করা হচ্ছে, রাহুল গান্ধীকে আসন্ন কার্যনির্বাহী বৈঠকে কংগ্রেসের সভাপতি বসাতে চইছেন সোনিয়া। তবে রাহুল নিজে এই বিদ্রোহের মাঝে সভাপতি হতে চাইছিলেন না। তাই এবার নির্বাচনী দায়িত্বে বর্ষীয়ান নেতাদের বসিয়ে রাহুলের জন্যে 'পাটা পিচ' তৈরি করছেন সোনিয়া।

English summary
Sonia Gandhi appoints Gehlot, Baghel as obesrvers to balance Congress before Rahul takes over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X