করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে ধরে ফেলল কলকাতা, ফিরছে স্বস্তির ছবি
করোনা সক্রিয়ের হারও লাফিয়ে লাফিয়ে কমছে কলকাতায়। কিন্তু উত্তর ২৪ পরগনা প্রথমে কমলেও বর্তমানে কয়েকদিন ফের বাড়ছে। ফলে কলকাতা করোনা সক্রিয়ে সংখ্যায় ধরে ফেলল উত্তর ২৪ পরগনাকে। এখন দুই জেলাতেই করোনা সক্রিয়ের সংখ্যা ১৭০০-র সামান্য উপরে। দুই জেলাতেই নিয়ন্ত্রণে আসছে করোনা।


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হয়েছে ৯২৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৩৮। উত্তর ২৪ পরগনায় ২৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমছে ধীরে ধীরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০০৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৩৮৭।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৫১০৪। শুধু এদিনই কলকাতায় ২৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০০৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২০৩৮২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭১৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২৫ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৮৫৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫৪ জন। মৃত্যু হয়েছে মোট ২৩৮৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৪৪৬৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭১৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১২ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬৪০৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৪৯৬৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। হুগলিতে ৪০ জন বেড়ে আক্রান্ত ২৮৮৬২ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৫৮, কোচবিহারে ১১৭৩৪, দার্জিলিংয়ে ১৭৯৯৬, কালিম্পংয়ে ২১৮৮, জলপাইগুড়িতে ১৪৪৮০, উত্তর দিনাজপুরে ৬৪৯১, দক্ষিণ দিনাজপুরে ৮১১০, মালদহে ১২৫৪৩, মুর্শিদাবাদে ১২০৬৪, নদিয়ায় ২২০৪৬, বীরভূমে ৯৭৬৮, পুরুলিয়ায় ৭০৪২, বাঁকুড়ায় ১১৫১৪, ঝাড়গ্রামে ২৯৮৮, পশ্চিম মেদিনীপুরে ১৯৯৯৬, পূর্ব মেদিনীপুরে ২০৩৩৫, পূর্ব বর্ধমানে ১২৪৩১, পশ্চিম বর্ধমানে ১৫৭৪৭ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।