শেষ পর্যন্ত রুদ্রনীল ঘোষও 'পিকে' খোঁচায় বিদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতাকে!
এবার ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন না অভিনেতা রুদ্রনীল ঘোষ। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে জানিয়েছেন তিনি । ইতিমধ্যেই চেয়ারম্যান রাজ চক্রবর্তীকে চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি এদিন রুদ্রনীলের গলায় প্রশান্ত কিশোরের বিষয়ে কটাক্ষও শোনা যায়।

রুদ্রনীলের বিজেপি যোগের সম্ভাবনা
এদিকে দিন দু'য়েক আগে বিজেপি নেতা শঙ্কু দেব পণ্ডার সঙ্গে দেখা করেছিলেন রুদ্রনীল। জন্মদিনের শুভেচ্ছা দিতেই রুদ্রনীলের বাড়িতে গিয়েছিলেন শঙ্কুদেব। তবে জল্পনা তৈরি হয়, যখন জানা যায় পরবর্তীতে কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রুদ্রনীল। যদিও চলচ্চিত্র উৎসবে না যাওয়ার সঙ্গে এই সাক্ষাতের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে রুদ্রনীলের অনুপস্থিতি
আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি জল্পনাকে আরও খানিকটা উসকে দিয়েছে। যদিও সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন রুদ্রনীল। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ফিল্ম ফেস্টিভাল আমার রাজ্যের। আর আমি কোনও রাজনৈতিক দলের কর্মীও নই। এছাড়া উৎসবটা সব মানুষের, সব জায়গার। তাই সেখানে যাওয়া না যাওয়ার সঙ্গে ওই সাক্ষাতের কোনও প্রশ্নই নেই। আসলে আমার ব্যস্ততার জন্যই যেতে পারলাম না। সেকথা চেয়ারম্যান রাজ চক্রবর্তীকেও আমি জানিয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই আজ যাচ্ছি না।'

সবটা ওনার কথায় এখনও হয় কিনা, জানা নেই
এদিন এই বিষয়ে রুদ্রনীল আরও বলেন, 'দিন দু'য়েক আগে তাঁর বাড়িতে বিজেপি নেতার সাক্ষাতের সঙ্গে এই না যাওয়ার কোনও সম্পর্ক নেই। ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) ওপরে বিশ্বাস আছে, তবে জানিনা সবটা ওনার কথায় এখনও হয় কিনা। এই ফেস্টিভ্যাল না করে সেই টাকা গরিবদের উপকারে দিলে আমার মনে হয় ভালো হতো।'

আগে দেশ, আমার বাংলা ভালো থাকুক, তারপর ফিল্ম ভালো থাকুক
মমতাকে পিকে খোঁচায় বিদ্ধ করে রুদ্রনীল আরও বলেন, 'আগে দেশ, আমার বাংলা ভালো থাকুক, তারপর ফিল্ম ভালো থাকুক। এটা সরকারি অনুষ্ঠান, দলের নয়। আগে থেকে কাজ ঠিক ছিল। তবে যেতে পারলে ভালো লাগত, তবে যেতে পারলাম না। গত দশ বছরে ৪-৫ বার যাইনি। সেরকম কোনও কারণেই এবছর কাজের জন্য যেতে পারলাম না।'