এক পর্ব শেষ হতে চলা আইএসএলে পরিসংখ্যানে এগিয়ে কোন দল? কোন ফুটবলারের পায়ে সর্বাধিক গোল?
করোনা ভাইরাসের আবহে গোয়ায় নির্বিঘ্নেই শেষ হতে চলল চলতি আইএসএলের প্রথম লিগ পর্ব। আগামী ১১ জানুয়ারি এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র ম্যাচই এই পর্বের শেষ সোপান। যে দল জিতবে, তারা এক নম্বর দল হয়েই লিগের পরবর্তী পর্বে প্রবেশ করবে। সেই আবহে এতদিন টুর্নামেন্টে জুড়ে ঘটে যাওয়া বিভিন্ন দল ও ফুটবলারদের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

সবচেয়ে বেশি গোল
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন ইগর আনগুলো। এফসি গোয়ার এই স্প্যানিশ স্ট্রাইকারের বুট থেকে এখনও পর্যন্ত ৯টি গোল এসেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসির নেরিজাস ভালসকিস, এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ এবং মুম্বই সিটি এফসি-র অ্যাডাম লে ফনড্রে ৬টি করে গোল করেছেন। দলগত স্তরে সবচেয়ে বেশি ১৬টি গোল করেছে মুম্বই সিটি এফসি। ১৩টি গোল দেওয়া এফসি গোয়া তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সবচেয়ে বেশি সেভ
পয়েন্টের নিরিখে কেরালা ব্লাস্টার্স পয়েন্ট তালিকায় অনেকটা পিছিয়ে থাকলেও দলের গোলরক্ষক আলবিনো গোমসের গ্লাভস থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২৮টি সেভ এসেছে। সমপরিমাণ বল বাঁচিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসি-র টিপি রেহেনেশ গোলমুখী ২৭টি বল বাঁচিয়েছেন।

সবচেয়ে বেশি ক্লিনশিট
চলতি আইএসএলে দুর্দান্ত ছন্দে থাকা এটিকে মোহনবাগান টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্লিনশিট হাসিল করেছে। সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য চলতি টুর্নামেন্টে একটিও গোল না খেয়ে সাতটি ম্যাচ শেষ করেছেন। পাঁচটি ক্লিনশিট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই সিটি এফসি-র গোলরক্ষক অমরিন্দর সিং।

সবচেয়ে বেশি পাস
আইএসএলে দলগত ভাবে সবচেয়ে বেশি ৫১২৯টি পাস খেলেছে এফসি গোয়া। ৪৪২৩টি পাস খেলে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। এফসি গোয়ার অধিনায়ক এডু বেদিয়া চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৭৬৯টি গোল পাস খেলেছেন।

লিগ তালিকার প্রথম চার দল
৯ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগান ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট অর্জন করেছে। ১০ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। ৯ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জামশেদপুর এফসি।
বেঙ্গালুরুর বিরুদ্ধে দাঁত ফোটাতে পারবে কি গোয়াকে বেগ দেওয়া এসসি ইস্টবেঙ্গল!