• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, সক্রিয়ের সংখ্যা নামল ৮ হাজারে

নতুন বছরের শুরু থেকেই করোনার গ্রাফ বেশ নিম্মমুখী হচ্ছিল। গত চারদিন ধরে ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এক ধাক্কায় ৬০০-র নিচে নেমে গিয়েছিল করোনা সংক্রমণ। শুক্রবার তা বেড়ে ৯০০-র উপরে উঠে গিয়েছে। স্বস্তি এই যে, করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে কমে ৮ হাজারেরও নিচে।

ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ

বাংলায় করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, সক্রিয় মাত্র ৮ হাজার

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৫৮ হাজার ১৭৩ জন। এদিন ৯২৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯০২। এদিন মৃত্যু হয়েছে ২১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৫৯ হাজার ৯৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ২৪৫ জন। এদিন ২৩১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১৩৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৪০ হাজার ৯৫২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৭৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৩ লক্ষ ৭২ হাজার ১৫৬ জনের। ৯৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮১৯১৩। এদিন টেস্টিং হয়েছে ৩৬১৩৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৫৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৫১০৪। এদিন ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৮৫৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ জন বেড়ে হয়েছে ৩৬৪০৩। হাওড়ায় আক্রান্ত ৩৪৯৬৯। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। হুগলিতে ৪০ জন বেড়ে আক্রান্ত ২৮৮৬২ জন।

English summary
Coronavirus daily infection again increased but active number decreased in West Bengal. Coronavirus active case is now just over 8000.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X