কলকাতা: হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বুধবার তাঁকে ছুটি দেওয়ার কথা থাকলেও নিজেই আরও একটি দিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন মহারাজ৷ তাই বৃহস্পতিবার সৌরভকে হাসপাতাল থেকে ছাড়া হয়৷ পুলিশের এসকর্ট ভ্যান নিয়ে নিজের লাল রংয়ের বিএমডব্লিউ গাড়িতে করে বাড়ি ফেরেন সৌরভ৷
বাড়ি ফিরে আগামী দু’ সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট৷ দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সমস্ত মেডিক্যাল রিপোর্ট ও সৌরভকে দেখার পর বুধবারই সৌরভকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু গতকাল হাসপাতালের তরফে জানানো হয়েছিল সৌরভ নিজে আরও একটি দিন হাসপাতালে থাকতে চান৷
এদিন হাসপাতাল ছাড়ার আগে সৌরভকে চেক-আপ করেন চিকৎসকরা৷ তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেও হাসপাতালের তরফে জানানো হয়৷ সকালে ব্রেকফাস্ট করেন সৌরভ৷ মহারাজকে হাসপাতাল থেকে আনতে এদিন সকালেই হাসপাতালে উপস্থিতি স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়৷ বাড়িতে দু’সপ্তাহ বিশ্রামে থাকার পর চেক-আপের জন্য ফের হাসপাতালে আসতে হবে সৌরভকে৷ তখন আরও কিছু পরীক্ষানিরীক্ষা করে তাঁর আরও দু’টি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা৷
মঙ্গলবার বিশেষ বিমানে বেঙ্গালুর থেকে উড়ে এসে সৌরভকে দেখেছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি৷ অসংখ্য সৌরভ ভক্তদের চিন্তামুক্ত করে দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ জানিয়ে ছিলেন, প্রাক্তন ভারত অধিনায়ক এখন সম্পূর্ণ বিপন্মুক্ত৷ সৌরভকে দেখার পর দেবী শেঠি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘সৌরভের হৃদ্যন্ত্রের বিন্দুমাত্র কোনও ক্ষতি হয়নি৷ ২০ বছর বয়সে যেমন শক্তিশালী ছিল, তেমনই আছে৷ সৌরভ আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে৷ ম্যারাথন দৌড়তে এবং আবার ক্রিকেটও খেলতে পারেন৷ এমনকী বিমান চালাতেও পারেন৷’
সৌরভের তিনটি করোনারি আর্টারিতেই ‘ব্লকেজ’ ধরা পড়ে৷ এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে৷ বাকি দু’টিতেও স্টেন্ট বসাতে হবে৷ বাকি দু’টি স্টেন্ট বসানোর সময় দেবী শেঠি উপস্থিত থাকবেন বলে আগেই তিনি জানিয়েছেন৷ তবে সেটা কখনও তা পরে চিকিৎসককরা ঠিক করবেন৷ দু’সপ্তাহ পর ফের হাসপাতালে যাবেন সৌরভ৷ তবে বাড়ি থাকাকালীন তাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে৷
শনিবার অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় দিনেই অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ৷ প্রাক্তন ভারত অধিনায়কের চিকিৎসার জন্য দ্রুত মেডিক্যাল বোর্ড গঠন করা হয়৷ মঙ্গলবার সকালে উডল্যান্ডসে এসে প্রাক্তন ভারত অধিনায়কের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি কথা বলেন সৌরভের চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে৷ তার পর বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ সৌরভের ছুটির বিষয়টিতে সিলমোহর দেন৷
সৌরভের চিকিৎসা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ৷ পাশাপাশি সৌরভের চিকিৎসারত ডাক্তারদের প্রশংসা শোনা গিয়েছে দেবী শেঠির মুখে৷ আলিপুরের ওই হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত তৎপরতা ও দক্ষতার সঙ্গে সৌরভের চিকিৎসা করেছেন বলেও জানিয়েছিলেন তিনি৷ শেঠি বলেন, ‘ঠিক সময়ে ঠিকঠাক চিকিৎসা হয়েছে৷ উন্নত বিশ্বের যে কোনও দেশে এই চিকিৎসাই করা হত৷’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.