শেষ পর্যন্ত বাইডেনের সামনে 'মাথা নত' ট্রাম্পের, সুখকর হবে তো বিদায় বেলা?
শেষ পর্যন্ত সরকারি ভাবে হার স্বীকার করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বারংবার নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করে জো বাইডেনের জয়ের উপর প্রশ্নচিহ্ন তুলেছিলেন ট্রাম্প। তবে পরে অবশ্য সুর নরম করে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে তাতেও বিভিন্ন সময় ব্যাঘাত ঘটিয়ে তিনি। তবে এদিন ইলেকটোরাল কলেজের উপর সেনেটের সিলমোহর পড়তেই হার স্বীকার করেন ট্রাম্প।

এদিন সেনেটে ইলেক্টোরাল কলেজ সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলে জো বাইডেনেকে বিজয়ী ঘোষণা করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই একটি বিবৃতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'যদিও আমি নির্বাচনের এই ফলাফলকে মানি না, এটি ভুল তথ্যের উপর আধারিত। যাই হোক, আমি ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করে দেব নিয়ম মাফিক।' তিনি আরও বলেন, 'এটা মার্কিন ইতিহাসে শ্রেষ্ঠ ফার্স্ট টার্ম। এটা শুধুই সূচনা। আমাদের আমেরিকাকে আবারও মহান বানাতে হবে।' এদিকে মার্কিন ভাইসপ্রেসিডেন্ট মইক পেন্স-ও ঘোষণা করে দিয়েছেন, আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন।
এদিন মার্কিন কংগ্রেস জানিয়ে দিল বাইডেনের পক্ষে ভোট ৩০৬টি, আর ট্রাম্পের পক্ষে ২৩২টি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান। ৭ নভেম্বর ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন জো বাইডেন। পাশাপাশি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তবে, ভোটে জিতলেও তৎকালীন প্রেসিডেন্ট একাধিকবার বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলতে থাকেন। কড়া প্রতিক্রিয়া জানান বাইডেনও। অবশেষে, ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন বাইডেন।