• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুটি ক্যাচ ফেলা পন্থের পরিবর্তে ঋদ্ধিমানকে ফেরানোর দাবিতে সরব সোশ্যাল মিডিয়া!

বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টের প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৬৭ রানে অপরাজিত রয়েছেন মার্নাস লাবুশেন। ৩১ রানে খেলছেন স্টিভ স্মিথ। অজি শিবিরের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমে ১১০ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উইল পুকোভস্কি। যদিও এত রান তিনি করতে পারতেন না, যদি না উইকেটের পিছনে দাঁড়িয়ে দুই বার ক্যাচ ফেলতেন ঋষভ পন্থ। তাতেই রুষ্ঠ হয়ে ভারতীয় উইকেটরক্ষককে ট্রোলড করেছে সোশ্য়াল মিডিয়া। ঋদ্ধিমান সাহাকে প্রথম একাদশে ফিরিয়ে আনার দাবি করা হয়েছে।

দুটি ক্যাচ ফেলেছেন পন্থ

দুটি ক্যাচ ফেলেছেন পন্থ

বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে ব্যাট হাতে কেরামতি দেখিয়েছেন অস্ট্রেলিয় ওপেনার উইল পুকোভস্কি। যদিও ব্যাট করার সময় দুই বার তাঁর ক্যাচ ফেলেছেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজের বলে জীবনদান পেয়েছেন অস্ট্রেলিয় ওপেনার। চার মধ্যে ঘটে দুই ঘটনা।

ঋষভ পন্থের সমালোচনা

ঋষভ পন্থের সমালোচনা

ঋষভ পন্থকে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি বলে আখ্যা দিয়েছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেন দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পাল্লা দিয়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ভুল করে সেই সমালোচনাকে আরও লাগামছাড়া করেছেন পন্থ। আবারও সেই সুযোগ করে দিলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সিডনি টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ মিস করে নেটিজেনদের হাসির পাত্র হয়েছেন ঋষভ।

কেন ঋদ্ধিমান নয়?

কেন ঋদ্ধিমান নয়?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। সেই ম্যাচে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারায় মেলবোর্ন ও সিডনি টেস্টে ঋদ্ধিকে বাদ দিয়ে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হয়। দুই ম্যাচে হতশ্রী পারফরম্যান্সের জন্য সিরিজের চতুর্থ টেস্টে ফের ঋদ্ধিমানকে প্রথম একাদশে ফিরিয়ে আনার জন্য রব তুলেছেন নেটিজেনরা। বক্তব্য, ২৯ রান ছাড়া মেলবোর্ন টেস্টে ঋষভের দুর্দান্ত কোনও ভূমিকা নেই। বিশ-তিরিশ রানের জন্য পরপর ক্যাচ ফেলা উইকেটরক্ষককে দলে রেখে কী লাভ বলে প্রশ্নও করেছেন ক্রিকেট প্রেমীরা।

ঋদ্ধি বনাম ঋষভ

ঋদ্ধি বনাম ঋষভ

টেস্টে এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৪টি ম্যাচ খেলে ৮৪৩ রান করেছেন ঋষভ পন্থ। তাঁর ব্যাটিং গড় ৩৮.৩। অন্যদিকে ঋদ্ধিমান সাহা ভারতের হয়ে ৩৮টি ম্যাচ খেলে ১২৫১ রান করেছেন ঋদ্ধিমান সাহা। তাঁর ব্যাটিং গড় ২৯.১।

সিডনিতে বলে দাগ কাটতে ব্যর্থ ভারত, পুকোভস্কি-লাবুশেনের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

English summary
Rishabh Pant trolled in social media for the missed catches in Sydney Cricket Ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X