মালদহ: এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ যুব তৃণমূল সহ-সভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তীর। মালদহে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করে সোহম চক্রবর্তী বলেন, ‘‘অভিষেককে তোলাবাজ বলছে, টাকা নিতে তো তোমাদের দেখা গেছে।’’
অমিত শাহের উপস্থিতিতে মেদিনীপুরে হাফ-ডজন তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ভাই সৌমেন্দু অধিকারীকেও বিজেপিতে যুক্ত করিয়েছেন শুভেন্দু। বেসুরো গাইতে শুরু করেছেন তাঁর আর এক ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও।
সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারণের সিদ্ধান্তে তৃণমূল শীর্ষ নেতৃত্বের উপর যারপরনাই ক্ষুব্ধ দিব্যেন্দু। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, দিব্যেন্দুরও বিজেপি-যোগ এখন সময়ের অপেক্ষা।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একের পর এক সভা-সমাবেশে‘নিয়ম’ করে তাঁর পুরনো দল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু। অভিষেককে ‘তোলাবাজ ভাইপো’ বলে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী।
দিন কয়েক আগেই কাঁথিতে দলের সভায় যোগ দিয়ে ফের নাম না করে আক্রমণ করেন অবিষেককে। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এখন আপনারা আমায় ফোন করলেও ধরতে পারছি না। আমার ফোন ট্যাপ করা হচ্ছে। ভাইপোর পুলিশ আমার ফোন ট্যাপ করছে। কিছু বলার থাকলে আপনারা আমায় হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি দেখে নেব।’’
এদিকে, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ বলে কটাক্ষের জবাব দিয়েছেন তৃণমূল নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী। নারদ-কেলেঙ্কারি নিয়ে এদিন শুবেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন সোহম।
মালদহে দলের কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীকে বিঁধে সোহম চক্রবর্তী এদিন বলেন, ‘‘অভিষেক বন্দোপাধ্যায়ের নামে বলছে, তিনি নাকি তোলাবাজ। টিভির পর্দায় তোমাদেরকেই তো টাকা নিতে দেখা গিয়েছে।’’এরই পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যবাসীর সমর্থন নিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন বলে এদিন আশা প্রকাশ করেছেন সোহম।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.