• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নন্দীগ্রাম আন্দোলনের একমাত্র নেত্রী মমতাই! শুভেন্দু অধিকারীকে গাছে ঝরা পাতার সঙ্গে তুলনা সুব্রত বক্সির

  • |

নন্দীগ্রামের (nandigram) আন্দোলন ছিল মানুষের আন্দোলন এবং এই আন্দোলনের একজনই নেত্রী। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন নন্দীগ্রামে সভা থেকে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (subrata bakshi)। কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করার অভিযোগের পাশাপাশি এজিন তিনি শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন।

নন্দীগ্রাম কলেজ মাঠে সভা থেকে মমতার প্রশংসা

নন্দীগ্রাম কলেজ মাঠে সভা থেকে মমতার প্রশংসা

গভীর রাতে নন্দীগ্রামের শহিদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর ভোরে সেখানে শ্রদ্ধা জানান, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এরপরেই সভা থেকে রাজ্য সরকারের কাজ তিনি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর থেকে রাজ্যে মাওবাদী হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

কুৎস ও অপপ্রচারের অভিযোগ

কুৎস ও অপপ্রচারের অভিযোগ

এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারের অভিযোগ করেছেন। তাঁর দাবি, বাংলার মাটিতে উন্নয়ন প্রতিহত করতে দিল্লি থেকে কুৎসা ও অপপ্রচারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দিল্লির মসনদে এক পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকে সংবিধান বিরোধী দলকে হঠানোর ডাক দিেন তিনি।

 নন্দীগ্রামের আন্দোলন নন্দীগ্রামের মানুষের

নন্দীগ্রামের আন্দোলন নন্দীগ্রামের মানুষের

শুভেন্দু অধিকারী এর আগে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। এদিন নন্দীগ্রামে গিয়ে সুব্রত বক্সি বলেন, নন্দীগ্রামের আন্দোলন সাধারণ মানুষের আর এই আন্দোলনের একজনই নেত্রী, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, কেউ কেউ দারি করেন, এই আন্দোলন তাঁর ব্যক্তিগত।

 দলত্যাগ প্রভাব ফেলবে না

দলত্যাগ প্রভাব ফেলবে না

এদিন সুব্রত বক্সি দাবি করেন, শুভেন্দু অধিকারী-সহ অন্যদের দলত্যাগ তৃণমূলে কোনও প্রভাব ফেলবে না। তিনি বলেন, গাছের দুটো পাতা ঝরে গেলে গাছের ওজন কমে যায় না। এর আগে তৃণমূল সাংসদ সৌগর রায়ের গলাতেও শোনা গিয়েছিল প্রায় একই ধরনের কথা। তিনি বলেছিলেন, দিঘার সমুদ্র থেকে কেউ যদি দু'বালতি জল তুলে ভাবেন, সমুদ্রটাকে শুকিয়ে দেবেন, তাহলে তিনি মুর্খের স্বর্গে বাস করছেন।

হিন্দিভাষীদের কাছে রাজ্যকে বিকিয়ে দেওয়ার চেষ্টা

হিন্দিভাষীদের কাছে রাজ্যকে বিকিয়ে দেওয়ার চেষ্টা

এদিন সুব্রত বক্সি আরও অভিযোগ করেন, হিন্দিভাষীদের কাছে রাজ্যকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বাংলার মানুষ হিন্দিভাষীদের শ্রদ্ধা করেন, তাঁদেরকে মর্যাদা দেন। কিন্তু বাইরে থেকে কিছু নেতা এসে আস্ফালন দেখাচ্ছেন বলে অভিযোগ করেন সুব্রত বক্সি। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সংবিধান ধ্বংসকারীদের বিরুদ্ধে লড়াই বলে অবিহিত করেন। তিনি বলেন সারা দেশ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

১০ বছরেও কিছু দেখতে পায়নি, শুভেন্দুর চোখের ছানি কাটার ব্যবস্থা করতে বললেন পার্থ

English summary
Subrata Bakshi criticises Suvendu Adhikari from his Nandigram meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X