For Quick Alerts
For Daily Alerts
মহারাজকীয় কামব্যাক সৌরভের, হাসপাতাল থেকে ছুটি পেয়ে কী বললেন দাদা
প্রতীক্ষা ও উদ্বেগের অবসান। বৃহস্পতিবার সকালে মহারাজকীয় কামব্যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন বেলা ১০.৪৫ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সৌরভ। এরপর ফ্যানেদের জন্য হাত নাড়েন। এরপর মাইক তুলে নিয়ে তাঁর আরোগ্য কামনা করার জন্যে সবাইকে ধন্যাবাদ জানান।
এরপরই সৌরভ বলেন,'আমি সম্পূর্ণ সুস্থ। সবাইকে ধন্যবাদ জানাব। বিশেষ করে চিকিৎসক ও সাংবাদিকদের অনেক ধন্যবাদ। মেডিক্যাল টিম ঘন্টার পর ঘন্টার আমার জন্য লড়াই করে গিয়েছেন। তাঁদের অসংখ্য ধন্যবাদ। দেবী শেঠিকে অনেক ধন্যবাদ জানাব। উনি আমার জন্য সময় দিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা ঘন্টার পর ঘন্টা হাসপাতালে বাইরে থেকে কভারেজ করে গিয়েছেন। সকলকে অনেক ধন্যবাদ। দ্রুতই কাজে ফেরার জন্যে মুখিয়ে রয়েছি। '
