• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সুস্থ এক কোটি, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে টেক্কা ভারতের

করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্ক এবং কোভিড ১৯ টিকা আবিষ্কার নিয়ে আলোচনা ও পর্যালোচনার মধ্যেই বিশ্বকে টেক্কা দিল ভারত। এ দেশে যত সংখ্যক মানুষ করোনা ভাইরাসকে জয় করার হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বলে জানানো হয়েছে। যদিও লড়াই এখনও অনেক বাকি বলে জানিয়েছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানুষকে সাবধানে পা ফেলতে বলা হয়েছে।

ভারতে করোনা আক্রান্ত

ভারতে করোনা আক্রান্ত

করোনা ভাইরাসে প্রভাবিত হওয়ার নিরিখে বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে জাঁকিয়ে বসেছে ভারত। দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ। প্রাণ হারিয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ভারতে সাড়ে ১৯,৫৮৭ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর।

ভারতে সুস্থতার মাত্রা

ভারতে সুস্থতার মাত্রা

ভারতে ১ কোটি ১৬ হাজার ৮৫৯ জন মানুষ করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সে নিরিখে দেশে সুস্থতার হার ৯৬.৩৬ শতাংশ। যা গোটা বিশ্বের মধ্যে সেরা। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২২৮৭০৭। যা মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ২.১৯ শতাংশ। দেশে করোনা ভাইরাস অ্যাক্টিভ কেসের থেকে সুস্থতা ৪৪ ভাগ বেশি বলে জানানো হয়েছে।

কোন কোন রাজ্যে সুস্থতা বেশি

কোন কোন রাজ্যে সুস্থতা বেশি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলে কোভিড ১৯ থেকে সুস্থতার হার বেশি। পাঁচ রাজ্যের ৫১ শতাংশ মানুষ এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন বলে জানিয়েছে কেন্দ্র। একদিনে সুস্থতার সংখ্যার দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। সে রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫১১০ জন সুস্থ হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে একদিনে ২৫৭০ জন কোভিড ১৯-কে হারিয়ে দিয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

কোন রাজ্যে কত আক্রান্ত

কোন রাজ্যে কত আক্রান্ত

কেরল, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্নাটক সহ ১০ রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের হার ৮৩.৮৮ বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ৬৩৯৪ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৩৮২।

নন্দীগ্রাম আন্দোলন কার! 'ঘরভেদী' শুভেন্দুর হাত পড়েছে, নেতাইয়ের শহিদ বেদির শুদ্ধিকরণ করল তৃণমূল

English summary
India's COVID 19 recovery rate above 1 crore, highest in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X