ভোটের মুখে দুটি সরকারি প্রকল্প চালু নিয়ে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
ভোটের মুখে 'দুয়ারে সরকার' এবং 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়ে এবার রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্য বাসীর উদ্দেশ্যে লেখেন, 'স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত হিসেবে করতে পেরে ও প্রকল্পের অধীন পরিষেবা আপনাকে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, আগামীদিনেও এই প্রকল্পের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে আপনার দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মানোন্নয়নে আরও বেশি করে সামিল হওয়ার সুযোগ পাব।'

পাশাপাশি, মন্ত্রী আরও জানিয়েছেন, ''দুয়ারের সরকার' নামে একটি অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সকল পুরসভা গ্রাম পঞ্চায়েত ও পৌর নিগমের চার দফায় বিভিন্ন ক্যাম্পের ১২টি জনপ্রিয় প্রকল্পের পরিষেবা আপনাদের দুয়ারে নিয়ে এসেছে রাজ্য সরকার।'
প্রসঙ্গত, রাজ্য সরকারের 'স্বাস্থ্যসাথী' প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। এই প্রকল্পে ১০ কোটি মানুষকে কার্ড বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার এই প্রকল্প যে অভাবনীয় সাড়া ফেলেছে বলে মত রাজ্যের। কলকাতার হরিশ চ্যাটার্জি রোডের ওয়ার্ড অফিস জয়হিন্দ ভবনে দুয়ারে সরকার ক্যাম্প থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড়িয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতো স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন। উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পুর প্রশাসক ফিরহাদ হাকিম-সহ অন্যন্য সরকারি আধিকারিকরা। কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ব্যক্তিগত স্বাস্থ্যবিমা থাকলেও ১০ কোটি মানুষের 'সাথী' হওয়ার লক্ষ্যে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন তিনি।
বাংলাতেও হবে লাভ জেহাদ বিরোধী আইন, দুর্গাপুরের সভা থেকে হুঙ্কার যোগীর রাজ্যের বিজেপি নেতার