কলকাতা: দীর্ঘ জল্পনা শেষে গত ১৯ ডেসেম্বর অমিত শাহের হাত ধরে ‘গেরুয়া’ হন শুভেন্দু অধিকারী৷ দলবদলের পর একাধিক রাজনৈতিক সভা থেকে শব্দবাণে বিদ্ধ করেছেন শাসক দলকে৷ রাজ্যে পরিবর্তনের হুঙ্কার দিয়েছেন তিনি৷
গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর এই প্রথম অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতার পথে অরাজনৈতিক পদযাত্রা করবেন তিনি৷ ১২ জানুয়ারি ‘বিবেকের ডাক’ কর্মসূচিতে যোগ দেবেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক৷
ওই দিন শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা রয়েছে তাঁর৷ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই পদযাত্রা৷ শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিজেপি’র একাধিক নেতানেত্রী ‘বিবেকির ডাক’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক পদযাত্রায় সামিল হবেন৷
শ্যাম বাজার থেকে শুরু হয়ে বিবেকানন্দ রোডে স্বামীদির বাড়ির সামনে গিয়ে শেষ হবে তাঁদের যাত্রা৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল এই মিছিলে কোনও দলীয় পতাকা দেখা যাবে না৷ শুধুমাত্র জাতীয় পতাকা হাতে নিয়েই পদযাত্রায় করবেন বিজেপি নেতারা৷
যাঁরা এই কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতাদের সঙ্গে পদযাত্রায় পা মেলাবেন তাঁদের সকলকে জাতীয় পতাকা হাতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, বিবেকানন্দের আদর্শকে সামনে রেখেই ‘বিবেকের ডাক’ কর্মসূচি নেওয়া হয়েছে৷
এর জন্য একটি বিশেষ লোগোও তৈরি করা হচ্ছে৷ এই লোগোকে কেন্দ্র করে বেশ কিছু প্ল্যাকার্ড বা ফেস্টুন তৈরি করা হবে বলেই সূত্রের খবর৷
অন্যদিকে, কলকাতায় অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের এই উপস্থিতি রাজনৈতিক দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.