সিডনি: বৃষ্টিবিঘ্নিত সিডনিতে তৃতীয় টেস্টের প্রথমদিনটা মোটামুটিভাবে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদেরই ঝুলিতে। সৌজন্যে অভিষেককারী উইল পুকোভস্কি এবং মার্নাস ল্যাবুশেনের অর্ধশতরান। সাতসকালে প্রত্যাবর্তনকারী ডেভিড ওয়ার্নারকে মাত্র ৫ রানে ফিরিয়ে জ্বলে ওঠার যে বার্তাটা দিয়েছিলেন মহম্মদ সিরাজ, তা মাঠে মারা গেল স্টাম্পের পিছনে দস্তানা হাতে ঋষভ পন্তের হতশ্রী উইকেটকিপিংয়ে। নইলে অভিষেকে এত সহজে অর্ধশতরানের স্বাদ পাওয়া হত না পুকোভস্কির।

২২তম ওভারে এদিন তখন ২৬ রানে ব্যাট করছিলেন পুকোভস্কি। অশ্বিনের ব্যাট অভিষেককারীর ব্যাট ছুঁয়ে পন্তের কাছে গেলে সহজ সুযোগ নষ্ট করেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিন ওভার বাদে আরও একবার জীবন ফিরে পান পুকোভস্কি। ৩২ রানে সিরাজের লাফিয়ে ওঠা বাউন্সারে এক্ষেত্রে ঠকে গিয়েছিলেন অজি ব্যাটার। সিরাজের ডেলিভারি পুকোভস্কির গ্লাভসে লেগে উইকেটের পিছনে লম্বা ক্যাচ হয়ে পৌঁছয় পন্তের কাছে। পন্ত দৌড়ে গিয়ে বলের নাগাল পেলেও তালুবন্দি করতে ব্যর্থ হন। পন্তের সৌজন্যে দু’বার জীবন ফিরে পেয়ে অভিষেকে ঝকঝকে ৬২ রানের ইনিংস খেলেন পুকোভস্কি। শেষ অবধি তাঁর কাউন্টার-পার্ট নভদীপ সাইনির ডেলিভারিতে এলবিডব্লু হয়ে ফেরেন তিনি।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। তবে পুকোভস্কি দ্রুত ফিরে গেলে হয়তো জাঁকিয়ে বসা এত সহজ হত না অজি ব্যাটারদের জন্য। সবমিলিয়ে দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড ঋষভ পন্ত। ২৩ বছরের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে এক সমর্থকের প্রতিক্রিয়া, ‘পন্ত হয়তো ব্যাট হাতে সাহার চেয়ে সামান্য ভালো আর অবশ্যই গলার জোরে। কিন্তু উইকেটকিপিং গ্লাভস হাতে সাহার সাথে পন্ত কোনও তুলনাতেই আসেন না। ওর মিসগুলোর আজ অনেক মূল্য চোকাতে হল।’

আরেক সমর্থকের প্রতিক্রিয়া, ‘স্পিন আক্রমণের বিরুদ্ধে পন্ত একেবারেই গড়পড়তা। খুবই জঘন্য টেকনিক। সাহার জন্য খারাপ লাগছে।’ সমর্থকদের এমন মন্তব্য খুবই স্বাভাবিক। কারণ গ্লাভস হাতে পাঁচদিনের ক্রিকেটে পন্ত এখনও অবধি কিছু করে উঠতে পারেননি যাতে তাঁকে ঋদ্ধিমান সাহার ক্যাটেগরিতে রাখা যেতে পারে। এমনকি ১৩টি টেস্ট ম্যাচ খেলা হয়ে গেলেও উন্নতির লক্ষ্মণ সেই অর্থে। আর চলতি টেস্ট সিরিজে মেলবোর্ন এবং সিডনিতে এখনও অবধি উইকেটের পিছনে দাঁড়িয়ে পন্তের ফর্ম দেখে তো পাড়ার ক্রিকেটও মুখ লুকোবে।

দিনের শেষে ল্যাবুশানে ৬৭ রানে ক্রিজে রয়েছেন৷ তাঁকে সঙ্গ দেন সিরিজে প্রথমবার দু’ অংকের রানে পৌঁছনো স্টিভ স্মিথ৷ ৩১ রানে ক্রিজে রয়েছেন৷ অবিভক্ত তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করেছেন ল্যাবুশানে-স্মিথ৷ উল্লেখ্য দ্বিতীয় উইকেটে এদিন ল্যাবুশেনের সঙ্গে জুটি বেঁধে ১০০ রান যোগ করেন পুকোভস্কি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।