করোনায় আক্রান্ত বাড়লেও আপাতত হাজারের নিচে, উদ্বেগ বাড়াল হাওড়া-হুগলিতে মৃত্যুর হার
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজারের কিছুটা নিচে ঘোরাফেরা করছে। এদিন যেমন বুধবারের তুলনায় সংক্রমণ কিছুটা বেড়ে ৯২১ জনে পৌঁছেছে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ৫ লক্ষ ৫৮ হাজার ১৭৩ জন। তার মধ্যে প্রাণ গিয়েছে ৯ হাজার ৮৮১ জনের।


সুস্থতা বাড়ছে
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ১২৯৫ জন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে মোট সুস্থ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৯ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মাত্র ১৮ জনের মৃত্যু হয়েছে। যা দীর্ঘ কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম।

বাড়ল নমুনা পরীক্ষা
এই মুহূর্তে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪৭৬ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

কমেছে পজিটিভ আক্রান্ত
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৭৩ লক্ষ ৩৬ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০ লক্ষ জনে বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ৮১ হাজার ৫১১ জন। অর্থাৎ প্রতি ১০০ জনে ৭.৬১ শতাংশ মানুষ পজিটিভ হয়েছেন।

কলকাতাতেও কমল মৃত্যু
কলকাতায় গত ২৪ ঘন্টায় ২৪০ জন এবং উত্তর ২৪ পরগনায় ২২৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কলকাতায় ৬ জন এবং উত্তর ২৪ পরগনায় চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হাওড়ায় ২৪ ঘন্টায় মাত্র ৪১ জন করোনা আক্রান্ত হলেও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হুগলিতেও মাত্র ৫১ জন আক্রান্ত হলেও তিনজন মারা গিয়েছেন।
চিকিৎসকদের করোনা টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত, কী জানাল রাজ্য সরকার