স্টাফ রিপোর্টার, বর্ধমান: বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো ঘিরে জটিলতা। নির্ধারতি রুটে রোড শোয়ের অনুমতি দেয়নি পুলিশ। এমনটাই অভিযোগ করল স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বুধবার পূর্ব বর্ধমানের বিজেপি জেলা অফিসে এক সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো করার জন্য তারা পূর্ব বর্ধমানের হার্ট অফ দা টাউন বি সি রোড এর বড়বাজার থেকে কার্জন গেট এলাকা পর্যন্ত অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু জেলা পুলিশ সুপার লিখিতভাবে তাদেরকে জানান, ওই এলাকায় তারা রোড শো এর অনুমতি দিতে পারছেন না। কারণ, তারা নিরাপত্তা দিতে অপারগ।

সুকান্ত মজুমদার বলেন, জেলা পুলিশ সুপার যে কারণ দেখিয়েছেন সেটা হল বি সি রোড এলাকা অত্যন্ত জনবহুল এলাকা। এ ছাড়া পাশে খোশবাগান এলাকাতে ডাক্তারদের ক্লিনিক রয়েছে, সেই কারণে ওখানে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এটা খুবই অদ্ভুদ। কারন শনিবার দুপুরের পর ডাক্তারদের বেশির ভাগ ক্লিনিক বন্ধ থাকে। এর থেকে মনে হচ্ছে বিগত কয়েক মাসে বর্ধমানে আইনের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে পুলিশ নিজেদের উপরই ভরসা রাখতে পারছে না।জানা গিয়েছে, বীররহাটা থেকে কার্জন গেট অবধি এক কিলোমিটার রাস্তাতেই রোড শো করতে বলা হয়েছে বিজেপিকে।

বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ৭৩ লক্ষ কৃষক পরিবারকে পাশে পেতে তৎপর দল। সেজন্য পিএম কিসান যোজনা থেকে রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলে যেমন তারা প্রচার চালাচ্ছেন, তেমনই কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে যেতে চায় তারা। বিজেপি জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ও জেলার সদর শহর বর্ধমানে কর্মসূচি রয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। এই জেলা সফরে এসে তিনি প্রথমে যাবেন কাটোয়ায়। সেখানে চৈতন্যের বাড়ি পরিদর্শন করবেন তিনি। রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় এসে তিনি এক কৃষকের বাড়িতে মধ্যাহ্ন আহার করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কাটোয়ায় নয়া কৃষি আইনের পক্ষেও তাঁর কর্মসূচি রয়েছে। সেখান থেকে তিনি রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জানা গিয়েছে, কৃষক সুরক্ষা অভিযানে অংশগ্রহণ করে ৫টি পরিবার থেকে ১ মুঠো করে ধান সংগ্রহ করবেন তিনি।’

বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, কাটোয়ায় কর্মসূচি শেষ করে দলের সর্বভারতীয় সভাপতি আসবেন জেলার সদর শহর বর্ধমানে। এখানে প্রথমেই তিনি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সর্বমঙ্গলা মন্দির দর্শনের পর বর্ধমান শহরে রোড শো করবেন জে পি নাড্ডা। যদিও সেই রোড শো ঘিরেই এখন জটিলতা দেখা দিয়েছে৷ বিজেপি রাজ্য নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে,দলের সর্বভারতীয় সভাপতির এই সফরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।