হাওড়া : নিখোঁজ প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার পাঁচলা গোন্ডলপাড়া এলাকায়। জানা গেছে, মৃতের নাম উদয় মাজি। বয়স ৬৫। সূত্রের খবর, গত রবিবার উদয় মাজি অন্যান্য দিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করে ফের রাত আটটা নাগাদ বাড়ি থেকে স্থানীয় একটি চোলাইয়ের ঠেকে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

কিন্তু রাত ঘুরে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বাড়ির পাশের রাস্তা থেকে সোমবার ভোরে উদ্ধার হয় তাঁর চাদর। সোমবার দিনভর খুঁজেও তাঁর হদিস না মেলায় পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে উদয় মাজির বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে তাঁর ব্যবহৃত লুঙ্গি ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তা দেখেই সন্দেহ হয়। কিছুক্ষণের মধ্যেই পুকুরে জাল দেওয়া হয়। আর তাতেই উঠে আসে নিখোঁজ প্রৌঢ়ের নিথর মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আবার রান্নাঘরে চন্দ্রবোড়া সাপ ঢোকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থানার শিবানিপুর গ্রামে। সূত্রের খবর, শিবানিপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ ব্যানার্জীর রান্নাঘরে প্রায় ছ’ফুট দৈর্ঘ্যের একটি চন্দ্রবোড়া সাপট ঢুকে পড়ে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন ব্যানার্জী পরিবারের সদস্যরা। তাঁরা সাপটিকে না মেরে ঘর বন্ধ করে ঘরের বাইরে বেড়িয়ে পড়েন। খবর দেওয়া হয় পরিবেশকর্মী কুমারকৃষ্ণ মুখোপাধ্যায়কে। তিনি বিষয়টি সম্পর্কে বন দপ্তরকে জানান। খবর পেয়ে বিকালেই ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। তাঁরা সাপটিকে উদ্ধার করেছেন বলে জানা যায়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।