অস্ট্রেলিয়ার সঙ্গে বিসিসিআইয়ের যুদ্ধে চিড়ে চ্যাপ্টা টিম ইন্ডিয়া! ব্রিসবেন টেস্ট হবে কি?
বর্ডার-গাভাসকর ট্রফির সিডনি টেস্টের আগে অস্ট্রেলিয়া প্রশাসন ও বিসিসিআইয়ের দ্বন্দ্বের মধ্যে পড়ে চিড়ে চ্যাপ্টা হচ্ছে টিম ইন্ডিয়া। করোনা ভাইরাসের আবহে ক্যাঙারুর দেশে কড়া কোয়ারেন্টাইন বিধি নিয়ে সরব হয়েছে টিম ইন্ডিয়া। পরিস্থিতি এমন যে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট না খেলেই টিম ইন্ডিয়া দেশে ফিরে আসতে চাইছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে পাঠিয়েছে বিসিসিআই। এর পাল্টা হিসেবে অজিঙ্ক রাহানে শিবিরকে কড়া বার্তা শুনিয়েছে অনড় অস্ট্রেলিয়া।

কড়া কুইন্সল্যান্ড প্রশাসন
ব্রিসবেন কোয়ারেন্টাইন বিধি নিয়ে টানাপোড়েনের মধ্যে বিসিসিআইয়ের চিঠি পেয়েছে রেগে কাঁই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রশাসন। পাল্টা হিসেবে টিম ইন্ডিয়াকে কড়া বার্তা শোনাল সে রাজ্যের প্রধান স্বাস্থ্য অফিসার জিনেট ইয়ং। বলে দিয়েছেন, ব্রিসবেনে অজিঙ্ক রাহানে শিবিরকে জৈব সুরক্ষা বিধি মেনে চলতেই হবে। এই বিধি অত্যন্ত সরল এবং স্বাভাবিক বলেও দাবি করেছে কুইন্সল্যান্ড প্রশাসন।

বিসিসিআইয়ের চিঠি
সিডনি টেস্টের পর ব্রিসবেনে পৌঁছেও ভারতীয় দলের ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অস্ট্রেলিয়া প্রশাসনের এই নিয়মের তীব্র বিরোধিতা করেছে বিসিসিআই। এই ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি লিখেছে বলে সূত্রের খবর। বক্তব্য, ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব সেরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলে অংশ নিয়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া পৌঁছেও তাঁদের আইসোলেশনে থাকতে হয়েছিল। সেক্ষেত্রে ব্রিসবেনে ফের কড়া বিধির মধ্যে পড়ার কোনও মানে হয় না বলে জানিয়েছে বিসিসিআই।

বিতর্কের কেন্দ্রে করোনা
গত অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দুটি টেস্ট ম্যাচও হয়ে গিয়েছে। আগামী সাত জানুয়ারি থেকে সিডনিতে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। যে শহরে করোনা ভাইরাস প্রভাব ফেলেছে অনেকটা। অতিমারী থেকে বাঁচতে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এখান ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে গিয়েও দুই দলের সদস্য কড়া কোয়ারেন্টাইন বিধি মানতে হবে বলে জানিয়েছে প্রশাসন। তা নিয়েই বিতর্ক তুঙ্গে পৌঁছেছে।

রাহানে শিবিরের বিরোধিতা
মেলবোর্ন থেকে সিডনি রওনা হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যদের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে। তবু অজিঙ্ক রাহানে শিবিরকে সিডনি-তে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এত কিছুর পর ব্রিসবেনেও আইসোলেশনের নিয়ম মানতে রাজি হচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এতে দলের ক্রিকেটারদের শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছে রবি শাস্ত্রী শিবির।

অস্ট্রেলিয়া বনাম বিসিসিআই
যদিও এই ইস্যুতে নিজেদের অবস্থান থেকে একচুল নড়তে রাজি নয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রশাসন। উল্টে সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রোজ বেটসের 'করোনাকালে টিম ইন্ডিয়া সরকারি বিধি না মানতে চাইলে ফিরে যেতে পারেন' মন্তব্য যে বিসিসিআই ভাল চোখে দেখছে না, তা স্পষ্ট। নিজেদের খারাপ লাগার বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠিতে স্পষ্ট করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন যুদ্ধে বিসিসিআইয়ের অস্ত্র চিঠি!